ভারত-শ্রীলঙ্কা ম্যাচে হাতাহাতিতে জড়াল দুই সমর্থক।
বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ
এশিয়া কাপ
home 










দুনিথ ওয়েলালাগেকে নিয়ে লসিথ মালিঙ্গার ভবিষ্যদ্বাণী (ছবি-এক্স)
শ্রীলঙ্কা ১২ জনে খেলেছে! কেন এমন বললেন মালিঙ্গা? দুনিথের ভবিষ্যৎ নিয়ে কী জানালেন
Updated: 13 Sep 2023, 01:42 PM IST লেখক Sanjib Halderআসলে লসিথ মালিঙ্গা নিজের এক্সে লিখেছেন যে, ‘বলা ভালো যে শ্রীলঙ্কা আজ ১২ জন খেলোয়াড়ের সঙ্গে মাঠে খেলতে নেমেছিল। দুনিথ কতটা ভালো ছিলেন সেটা তাঁর পারফরমেন্স দেখলেই বোঝা যাবে। আমি বিশ্বাস করি সে আগামী এক দশকের মধ্যে ওয়ানডেতে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে সে।’
কেএল রাহুল ও দুনিথ ওয়েলালাগে
পরের বার দেখা হলে হিসাব বুঝে নেব! ওয়েলালাগের উদ্দেশ্যে রাহুলের কড়া বার্তা
Updated: 13 Sep 2023, 01:06 PM IST লেখক Sanjib Halderশ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে অবশ্য পরের বার ভিন্ন ভারতীয় দলের মুখোমুখি হতে পারেন বলেই ভবিষ্যদ্বাণী করেছেন কেএল রাহুল। কেএল রাহুল আরও যোগ করে বলেছেন, ‘পরের বার যখন আমরা খেলব, আমরা তাঁর পিছনে যাব।’ অর্থাৎ আগে থেকেই শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারকে হুমকি দিয়ে রাখলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুল।
ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে কী বললেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা (ছবি-এএফপি)
উইকেটের চরিত্র বুঝতেই পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক! ম্যাচের পরে কী বললেন শানাকা?
Updated: 13 Sep 2023, 07:44 AM IST লেখক Sanjib Halderম্যাচের পরে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেন তিনি এই ধরনের উইকেটের আশা করেননি। তিনি ভেবেছেলেন এটি একটি ব্যাটিং উইকেট। তবে ম্যাচের পরবর্তীতে পিচের চরিত্র বদলাতে থাকে। তবে তাঁর মতে, দলের বোলাররা এই পরিস্থিকে ভালোভাবে মানিয়ে নিয়েছে।

বাঁ-হাতি স্পিনার হিসেবে দ্রুততম ১৫০ ODI উইকেট কুলদীপের,একটুর জন্য মিস শামির নজির
Updated: 13 Sep 2023, 12:32 AM ISTসাদা বলের ক্রিকেটে কুলদীপ যাদব তাঁর চিত্তাকর্ষক পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। পরপর দু'দিনের মধ্যে তিনি ৯ উইকেট নিয়ে চলতি এশিয়া কাপে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নেন। সেই সঙ্গে মঙ্গলবার অনিল কুম্বলেকে পিছনে ফেলে কুলদীপ ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০ ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন।
শ্রীলঙ্কার জয়ের ধারায় ইতি টানল ভারত।
শ্রীলঙ্কার টানা ১৩টি ODI-এ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল ভারত,উঠল Asia Cup-এর ফাইনালে
Updated: 13 Sep 2023, 12:00 AM IST লেখক Tania Royএই ম্যাচের আগে শ্রীলঙ্কা টানা ১৩টি ওডিআই ম্যাচে জয়ের নজির গড়ে ফেলেছিল। অস্ট্রেলিয়ার পর এটি ছিল দ্বিতীয় টানা জয় পাওয়ার রেকর্ড। মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা হারিয়ে সেই নজিরে ইতি টানলেন রোহিত শর্মারা। ১৪তম ম্যাচে এসে হারতে হল দাসুন শানাকাদের।
রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে ওপেনিং জুটিতে গড়ে ফেলেছেন নজির।
ব্যাটিং ব্যর্থতার মাঝেই রোহিত-শুভমন জুটির বিশ্ব রেকর্ড,পিছিয়ে পড়লেন সচিন-জাদেজা
Updated: 12 Sep 2023, 08:37 PM IST লেখক Tania Royশ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত-শুভমন ৮০ রানের পার্টনারশিপ করেন। সেই সঙ্গে তাঁরা হাজার রানের পার্টনারশিপের মাইলস্টোন স্পর্শ করেন। এর আগে ১৪ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে ভারতীয়দের মধ্যে কেএল রাহুলের সঙ্গে রোহিতের রেকর্ড ছিল। সেই নজির এদিন টপকে যান রোহিত-শুভমন।
কুলদীপ যাদব এবং বিরাট কোহলি।
কোহলি নন, কুলদীপের ম্যাচের সেরা হওয়া উচিত ছিল- ফের বিতর্কিত মন্তব্য গম্ভীরের
Updated: 12 Sep 2023, 07:22 PM IST লেখক Tania Royপাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার শিরোপা পান বিরাট কোহলি। তবে গৌতম গম্ভীরের মতে, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার বল করে ৫ উইকেট তুলে নেওয়াই সব থেকে বড় কৃতিত্বের। তাই তাঁর মতে, ম্যাচের সেরা কুলদীপ যাদব, বিরাট কোহলি নন!
রোহিত শর্মা।
Asia Cup: লঙ্কার বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরি, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত
Updated: 12 Sep 2023, 06:41 PM IST লেখক Tania Royএশিয়া কাপে সব দেশ মিলিয়ে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির নজির রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। তাঁর মোট ১২টি হাফসেঞ্চুরি রয়েছে। রোহিতের হাফসেঞ্চুরির সংখ্যা এখন ১০টি। দেখার, সাঙ্গাকারার ১২টি হাফসেঞ্চুরির রেকর্ড রোহিত ছুঁতে পারেন কিনা!
বাবর আজমের সঙ্গে গ্র্যান্ট ব্র্যাডবার্ন।
সব দিক থেকে হেরেছি- পরাজয় উপহার দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন পাক কোচ
Updated: 12 Sep 2023, 05:01 PM IST লেখক Tania Royগ্র্যান্ট ব্র্যাডবার্ন মতে, এটি পাকিস্তানের কাছে ‘ওয়েক আপ কল’ বা ঘুম থেকে জেগে ওঠার ডাক। যে দলটি গত তিন মাসে খুব বেশি হারেনি, তাদের এই হারটা পরবর্তীতে ভালো পারফরম্য়ান্স করার জন্য পুরো দলকে নাড়িয়ে দেবে বলেই বিশ্বাস পাক কোচের।
পাকিস্তান হারতেই অজুহাতের বন্যা শুরু।
ভারতের কাছে হেরে বাবরদের লজ্জায় মুখ পুড়তেই, সফরসূচির অজুহাত প্রকাশ রশিদ লতিফের
Updated: 12 Sep 2023, 03:15 PM IST লেখক Tania Royহাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়েই খেলা হচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলো। যে কারণে পাকিস্তানকে দুই দেশ মিলেই খেলতে হয়েছে। ফলে পাকিস্তান-শ্রীলঙ্কা বারবার যাতায়াত করতে হয়েছে বাবর আজমদের। আর সেটা তুলে ধরেই হয়তো পাকিস্তানের হারের ক্ষততে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন রশিদ লতিফ।
শ্রেয়স আইয়ার এবং বুমরাহ। ছবি-পিটিআই
(PTI)