ICC ODI Ranking এ পাকিস্তানকে পিছনে ফেলল ভারত (ছবি-এক্স)
বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ
এশিয়া কাপ
home 

শতরানের পরে শুভমন গিল। ছবি- এপি।











জামান কানের সঙ্গে বার আজম (ছবি-এএফপি)
PAK vs SL-এশিয়া কাপে ফুটো হয়ে গেল পাকিস্তানের ফানুস, কার ওপর দায় চাপালেন বাবর
Updated: 15 Sep 2023, 12:10 PM IST লেখক Sanjib Halderপাকিস্তান দলের অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো করে করতে পারিনি, সে কারণেই আমরা হেরেছি। মিডিল ওভারগুলোতে আমরা ভালো বোলিং করিনি। আমরা ভালো শুরু করছিলাম, আমরা ভালো শেষ করছি, কিন্তু মিডিল ওভারে উইকেট নিতে পারিনি।’
IND vs BAN Asia Cup 2023: ব্যর্থ হল গিলের শতরান, শেষ ওভারে হার টিম ইন্ডিয়ার
Updated: 15 Sep 2023, 09:20 PM ISTIndia vs Bangladesh Asia Cup 2023 Super Four live Score Updates: বাংলাদেশের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত এক প্রান্ত দিয়ে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। তবে অপর প্রান্ত আঁকড়ে লড়াকু শতরান করেন শুভমন গিল।
দেখে নিন IND vs BAN ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টিতে কি ভেস্তে যাবে সুপার ফোরের IND vs BAN ম্যাচ? দেখুন আবহাওয়ার পূর্বাভাস
Updated: 15 Sep 2023, 10:00 AM IST লেখক Sanjib Halderএশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের শেষ ম্যাচ শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত এবং শ্রীলঙ্কার দল ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গিয়েছে। তাই এটি শুধুমাত্র একটি নিয়মরক্ষার ম্যাচ হতে চলেছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত সুপার ফোরে দুটি ম্যাচ জিতেছে এবং তারা ফাইনালে পৌঁছে গিয়েছে।
এশিয়া কাপে এখনও দেখা যায়নি ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্য়াচ
বার বার ষোলোবার! ফের এশিয়া কাপের ফাইনালে অধরা ভারত-পাক লড়াই
Updated: 15 Sep 2023, 09:26 AM IST লেখক Sanjib Halderফের এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই মিস করবেন ক্রিকেট ভক্তরা। ১৬তম এশিয়া কাপে খুবই ক্লোজ লড়াই করে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে শ্রীলঙ্কা। আর এর ফলেই ফের একবার ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচের স্বাদ থেকে বঞ্চিত থাকল গোটা ক্রিকেট বিশ্ব।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ
কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম বাংলাদেশের সুপার ফোরের শেষ লড়াই?
Updated: 15 Sep 2023, 08:15 AM IST লেখক Sanjib Halderচলতি এশিয়া কাপে এখনও অপরাজিত রয়েছে ভারত। অন্যদিকে সুপার ফোরে এই নিয়ে পরপর ২টি ম্য়াচ হেরেছেন শাকিব আল হাসানরা। ভারতের বিরুদ্ধে এটি হল টাইগার্সদের জন্য নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে ভারতের কাছে এই ম্যাচ ফাইনালের প্রস্তুতির একটা সুযোগ।
আউট হয়ে অবাক বাবর আজম (ছবি-এক্স)
ভিডিয়ো: দুনিথ ওয়েলালাগের অনবদ্য বল, বুঝতে না পেরে আউট হয়ে হতভম্ব বাবর আজম!
Updated: 15 Sep 2023, 07:04 AM IST লেখক HT Bangla Correspondentচলতি এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের হয়ে অন্যতম আবিষ্কার বলা যেতে পারে বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। মাত্র ২০ বছর বয়সি এই স্পিনার ইতিমধ্যেই তাঁর বোলিং পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে।
পাকিস্তানকে এশিয়া কাপ থেকে ছিটকে দিল শ্রীলঙ্কা। ছবি- এএফপি।
বিরাট কোহলি ও রোহিত শর্মা (ছবি-এপি)
রোহিত যে কোনও অধিনায়কের রাতের ঘুম কেড়ে নেয়, হঠাৎ অশ্বিনকে কেন বলেছিলেন কোহলি
Updated: 14 Sep 2023, 01:09 PM IST লেখক Sanjib Halderরবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘কোহলি তখন বলেছেন, ‘না, ডেথ ওভারে অধিনায়ক হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর হলেন রোহিত শর্মা। আমি তাঁকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, সেই সময়ে তাঁকে কোথায় বল করতে হবে তা আপনি বুঝতেই পারবেন না। টি-টোয়েন্টিতে ১৬তম ওভারের শেষে যদি রোহিত শর্মা ব্যাটিং করেন, আপনি কোথায় বল করবেন?’
বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার (ছবি-এক্স)
IND vs BAN: চোট সারিয়ে নেটে ফিরলেন শ্রেয়স আইয়ার, বাংলাদেশ ম্যাচে বসবেন কে?
Updated: 14 Sep 2023, 11:32 AM IST লেখক Sanjib Halderচোটের কারণে আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ মিস করতে পারেন শ্রেয়স আইয়ার। তবে সকলের প্রশ্নের উত্তরা পাওয়া গেল বৃহস্পতিবার। শেষ পর্যন্ত সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে নেমে পড়লেন শ্রেয়স আইয়ার।
কুলদীপ যাদব, ইশান কিষান ও সূর্যকুমার যাদব (ছবি-এএফপি)
একাদশে ছিলেন না, তবুও কুলদীপের চমকপ্রদ সাফল্যের নেপথ্যে সূর্যকুমার যাদব!
Updated: 14 Sep 2023, 09:20 AM IST লেখক HT Bangla Correspondent , সম্পাদনা করেছেন Sanjib Halderকুলদীপ যাদবের অনবদ্য পারফরম্যান্সের পিছনে রয়েছে আরেক ভারতীয় ক্রিকেটারের মাত্র ২ মিনিটের ভোকাল টনিক! তিনি ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর কথাতেই উদ্ধুব্ধ হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন কুলদীপ যাদব। ফলে সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
বাবর আজম ও দাসুন শানাকা (ছবি-এক্স)
বৃষ্টির পূর্বাভাস, খেলা না হলে ফাইনালে কোন দল? একাদশে বদল আনবে শ্রীলঙ্কা?
Updated: 14 Sep 2023, 08:55 AM IST লেখক Sanjib Halderএখন প্রশ্ন হল এই ম্যাচে কি বৃষ্টি হতে পারে? মনে করা হচ্ছে কলম্বোর আকাশে মেঘের ঘনঘটা থেমে যেতে পারে পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচ বৃষ্টির জন্য ব্যাহত হতে পারে। Accuweather-এর মতে, বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ৷
মুশফিকুর রহিম।
Asia Cup-এর ফাইনালে ওঠার আশা নেই, ভারতের বিরুদ্ধে দলে নেই মুশফিকুর রহিম
Updated: 13 Sep 2023, 11:04 PM IST লেখক HT Bangla Correspondentসদ্য সন্তানের জন্ম দিয়েছেন মুশফিকুরের স্ত্রী। বিসিবি সূত্রের খবর, মুশফিকুরের স্ত্রী যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হননি, তাই বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি ছুটি নিয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে।