আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তুলনায় নবাগত আফগানিস্তান। স্বাভাবিকভাবেই আইসিসি ইভেন্টে বাংলাদেশের তুলনায় অনভিজ্ঞ আফগানরা। তবে ওয়ান ডে ফর্ম্যাটের আইসিসি ইভেন্টে বাংলাদেশ ও আফগানিস্তানের রেকর্ডের যদি পারস্পরিক তুলনা করা হয়, তবে আফগানিস্তান সেয়ানে সেয়ানা টক্কর দিচ্ছে বলা যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেকর্ড
বাংলাদেশ মোট ৬টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়। তারা মিনি বিশ্বকাপে মাঠে নামে ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬, ২০১৭ ও ২০২৫ সালে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ মোট ১৫টি ম্যাচ খেলেছে। তারা জয় পেয়েছে মোটে ২টি ম্যাচে। হেরেছে ১১টি ম্যাচ। তাদের ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৭ সালে সেমিফাইনালে ওঠাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা পারফর্ম্যান্স।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের রেকর্ড
আফগানিস্তান ২০২৫ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামে। তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত টুর্নামেন্টের ২টি ম্যাচে মাঠে নেমে ১ টি জয় তুলে নেয়। পরাজিয় হয় ১টি ম্যাচে।
ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড
বাংলাদেশ মোট ৭টি ওয়ান ডে বিশ্বকাপে মাঠে নামে। তারা ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। ওয়ান ডে বিশ্বকাপে মোট ৫১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তারা ১৬টি ম্যাচ জিতেছে। হেরেছে ৩২টি ম্যাচ। তাদের ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠাই বাংলাদেশের সেরা পারফর্ম্যান্স।
ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের রেকর্ড
আফগানিস্তান ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালে মোট ৩ বার ওয়ান ডে বিশ্বকাপে মাঠে নামে। তারা মোট ২৪টি ম্যাচে মাঠে নেমে ৫টি ম্যাচে জয় তুলে নেয় এবং ১৯টি ম্যাচে পরাজিত হয়। ওয়ান ডে বিশ্বকাপে এখনও গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি আফগানিস্তান।
২০১৫ সালে যে থেকে আফগানিস্তান যোগ্যতা অর্জন করে, ওয়ান ডে ফর্ম্য়াটের ২টি আইসিসি ইভেন্টে (ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে) বাংলাদেশ খেলেছে মোট ২৮টি ম্যাচ। তারা জিতেছে ৮টি ম্যাচ, হেরেছে ১৭টি ম্যাচ এবং তাদের ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এই সময়ের মধ্যে আফগানিস্তান ওয়ান ডে ফর্ম্যাটের ২টি আইসিসি ইভেন্টে মোট ২৬টি ম্যাচ খেলেছে (অস্ট্রেলিয়া ম্যাচের আগে পর্যন্ত)। তারা জিতেছে ৬টি ম্যাচ এবং হেরেছে ২০টি ম্যাচ।
আফগানিস্তান ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে মোট ৪টি ম্যাচ জেতে। বাংলাদেশ এখনও কোনও বিশ্বকাপে ৩টির বেশি ম্যাচ জিততে পারেনি। আফগানিস্তান গত ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো বড় দলকে হারিয়ে দেয়।
সুতরাং, ওয়ান ডে ফর্ম্যাটের দুই আইসিসি ইভেন্টে বাংলাদেশের তুলনায় নিতান্ত অনভিজ্ঞ দল আফগানিস্তান। তবে তারা যে রকম ইতিবাচক পারফর্ম্যান্স উপহার দিচ্ছে, তাতে সার্বিক প্রভাবে বাংলাদেশের তুলনায় আফগানদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে।