
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শেষ ওভারে ৩০ রান তুলেও ‘হংকং সিক্সস’-এ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে হেরে গেল ভারত। শনিবার হংকংয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ৩২ রান দরকার ছিল রবিন উথাপ্পাদের। একটি চার এবং চারটি ছক্কা মেরেও ভারতকে জেতাতে পারেননি স্টুয়ার্ট বিনি। আর তার ফলে পাকিস্তানের পরে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধেও হারের মুখে পড়তে হল ভারতকে। তবে সেইসবের মধ্যে বিনির সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিনির সেই ভিডিয়ো।
১) প্রথম বল: চার রান।
২) দ্বিতীয় বল: ওয়াইড।
৩) দ্বিতীয় বল: ছক্কা।
৪) তৃতীয় বল: ছক্কা।
৫) চতুর্থ বল: ছক্কা।
৬) পঞ্চম বল: ছক্কা।
৭) ষষ্ঠ বল: এক রান (রান-আউট)।
শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক উথাপ্পা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেটে ১৩০ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি। অথচ প্রথম বলেই সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক আসিফ খানকে আউট করে দেন ভরত চিপলি। সেখান থেকে খালিদ শাহ, জাহুর খানদের দাপটে ছয় ওভারে ১৩০ রান তুলে ফেলে সংযুক্ত আরব আমিরশাহি।
মাত্র ১০ বলে ৪২ রান করেন খালিদ। একটি চার মারেন। ছক্কা হাঁকান ছ'টি। স্ট্রাইক রেট ছিল ৪২০। পাঁচ বলে ১৭ রান করেন মহম্মদ জুহেব। ১১ বলে অপরাজিত ৩৭ রান করেন জাহুর। তিনটি চার মারেন। চারটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ৩৩৬.৩৬। অন্যদিকে, ভারতের হয়ে তিনটি উইকেট নেন বিনি। দু'ওভারে ৩১ রান খরচ করেন। একটি করে উইকেট নেন ভরত এবং শাহবাজ নাদিম। এক ওভারে ২৪ রান খরচ করেন ভরত। আর এক ওভারে ১৭ রান খরচ করেন শাহবাজ।
সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ভারত। ওপেনিংয়ে নেমে ছয় বলে ২০ রান করেন ভরত। তিন বলে ১০ রান করেন মনোজ তিওয়ারি। তিনে নেমে ১০ বলে ৪৩ রান করেন উথাপ্পা। তিনটি চার মারেন। সঙ্গে পাঁচটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ৪৩০।
কিন্তু ভারতকে ডুবিয়ে দেন কেদার যাদব। নয় বলে অপরাজিত ছয় রান করেন। একটি বলে চার মারেন। আর তাঁর ‘টেস্ট’ ইনিংসের কারণেই জেতার জন্য শেষ ওভারে ভারতের ৩২ রান লাগত। কিন্তু বেধড়ক মেরেও ভারতকে জেতাতে পারেননি বিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus