WBJEE 2023 Final Answer Keys: রাজ্য জয়েন্টে কত পাবেন? পরীক্ষার রেজাল্ট বেরনোর আগেই বুঝে যাবেন এই পদ্ধতিতে!
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 08:23 AM IST- -তে যেতে হবে।
২) হোমেপেজের একেবারে উপরের দিকে ‘WBJEE’ আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের ডানদিকে আছে 'News & Events'। সেটার ঠিক নীচেই আছে 'Notice Final Answer Keys WBJEE-2023'। ওই লিঙ্কে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে।
৪) নতুন একটি পিডিএফ খুলে যাবে। ওই পিডিএফে ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বা 'ফাইনাল অ্যানসার কি' আছে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন পরীক্ষার্থীরা। সেইসঙ্গে 'ফাইনাল অ্যানসার কি' মিলিয়ে পরীক্ষার্থীরা বুঝে যাবেন না যে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় তাঁদের ফলাফল কেমন হবে।