পড়ুয়াদের মধ্যে আইটিআই প্রতিষ্ঠানে পড়ার ঝোঁক বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় এখন জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: নিখরচায় আইটিআই প্রশিক্ষণের সুবিধা, মাসে ৭০০০ টাকা ভাতা, কোথায় আবেদন করবেন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একাধিক জেলায় এই নতুন আইআইটি তৈরি করা হবে। যার মধ্যে কোনও জেলায় দুটি, আবার কোনও জেলায় তিনটি আইআইটি তৈরি করা হবে। এর জন্য জমি চিহ্নিত সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী, জমিগুলি যে দফতরের অধীনে থাকবে, সেই দফতর জমি হস্তান্তর করবে কারিগরি শিক্ষা দফতরকে। সেই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এক-একটি আইআইটি তৈরি করার জন্য ২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।
দফতরের আধিকারিকদের মতে, ডিগ্রি কলেজে পড়ার চেয়ে বর্তমানে আইআইটিতে পড়ার ঝোঁক পড়ুয়াদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। যার অন্যতম কারণ হল কর্মসংস্থান। সাধারণত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে আইটিআইতে ভর্তির সুযোগ মেলে। দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হলেও এখানে পড়া যায়। এখানে পড়ার পর চাকরি পাওয়ার পথ সুগম হয়। সেই কারণে আইআইটিতে পড়ার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। যদিও কোথাও কোথাও আসন পূরণ হয়ে যাওয়ায় বহু পড়ুয়া সুযোগ পান না। এই পরিস্থিতিতে আরও নতুন আইটিআই গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার।
জানা গিয়েছে, এই নতুন ১৮টি আইআইটি তৈরি হবে ১১টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যে বর্তমানে প্রায় ৫০টি আইটিআই রয়েছে। ফলে এগুলি গড়ে উঠলে আইআইটির সংখ্যা বেড়ে হবে ৬৮টি। সূত্রের খবর, মুর্শিদাবাদের ৪টি ব্লকে একটি করে আইআইআটি তৈরি হবে। এছাড়া, মালদার একটি ব্লকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার এবং উত্তর ২৪ পরগনায় একটি করে আইটিআই তৈরি করা হবে। এছাড়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা পাচ্ছে দুটি করে আইআইটি।