প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষার ফলাফল। যে প্রার্থীরা সেই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ভারতের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে নিজেদের ফলাফল খতিয়ে দেখতে পারবেন (SBI PO Mains Result 2023)। যে রেজাল্ট পিডিএফ ফর্ম্যাটের আকারে প্রকাশিত হয়েছে। যে প্রার্থীরা তৃতীয় পর্যায়ের (সাইকোমেট্রিক টেস্ট) পরীক্ষায় সুযোগ পেয়েছেন, তাঁদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। যাঁরা সেই তৃতীয় পর্যায়ে (সাইকোমেট্রিক টেস্ট) সুযোগ পেয়েছেন, তাঁদের মেসেজ বা ইমেলের মাধ্যমে তথ্য জানানো হবে।
আরও পড়ুন: Kolkata metro fake job: কলকাতা মেট্রোয় চাকরি পেয়েছেন? ‘জয়েনিং লেটার’ ভুয়ো নয় তো? সামনে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে SBI PO Mains-র ফলাফল দেখতে পাবেন?
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যেতে হবে।
২) হোমপেজে 'কেরিয়ার' ট্যাব আছে। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে 'Latest Announcements' আছে। সেখানে SBI PO Mains Result 2023-র লিঙ্ক দেখতে পারবেন প্রার্থীরা। তাতে ক্লিক করতে হবে।
৪) একটি পিডিএফ খুলে যাবে। যে যে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের তৃতীয় পর্যায়ের (সাইকোমেট্রিক টেস্ট) পরীক্ষায় সুযোগ পেয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে ওই পিডিএফে।
৫) ভবিষ্যতের জন্য ওই পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবেন প্রার্থীরা।
SBI PO Mains-র ফলাফলের পিডিএফ
সাইকোমেট্রিক টেস্ট (নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় পর্যায়)
প্রার্থীদের ব্যক্তিত্ব বুঝতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের সাইকোমেট্রিক টেস্ট হয়। সার্বিকভাবে মূল্যায়নের জন্য সেই টেস্টের রেজাল্ট পেশ করা হবে ইন্টারভিউ প্যানেলের কাছে। তবে কবে সেই টেস্ট হবে, তা এখনও জানানো হয়নি। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষা হয়েছিল। যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২,০০০ জনকে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Layoffs in India: ২০২৩ সালে গোটা বিশ্বে ছাঁটাই হয়েছে ২.৬ লাখ কর্মী, ভারতে চাকরি হারান কতজন?
কীভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসারের চূড়ান্ত সিলেকশন হবে?
প্রার্থীদের পৃথকভাবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষায় পাশ করতে হয়। তবে দুটি পর্যায়ের ফলাফল মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি হয়। সেজন্য মেনস পরীক্ষার নম্বরের সঙ্গে সাইকোমেট্রিক টেস্টের নম্বর যোগ করা হবে। সেটার ভিত্তিতেই তৈরি করা হবে চূড়ান্ত মেরিট লিস্ট। অর্থাৎ চূড়ান্ত সিলেকশনের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে না।