RRB NTPC ও গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করলেন ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। তিনি জানান, RRB NTPC নিয়োগ পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে নয়া বছরের মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ট্র্যাক মেইন্টেনার, পয়েন্টস ম্যান প্রভৃতি পদের জন্য RRB লেভেল-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ এবং জুনে। ইতিমধ্যে তিনি জানিয়েছেন, RRB আইসোলেটেড ও মিনিস্টেরিয়াল ক্যাটেগরি পরীক্ষা আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর হবে।করোনাভাইরাস আবহে যাতে দূরে যাতায়াত করতে না হয় এবং সময় বাঁচাতে প্রার্থীদের তাঁদের নিজের রাজ্যেই পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে। সেই সঙ্গে বিশেষ কয়েকটি ট্রেনও চালানো হবে।RRB CEN 01/2019-র বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১.৪ লাখ। সেজন্য ২.৪৪ কোটি আবেদন জমা পড়েছে। গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি পদের জন্য RRB NTPC-তে শূন্যপদের সংখ্যা ৩,৫২৮। লেভেল ১ পদের জন্য ১৩,৭৬৯ এবং আইসোলেটেড ও মিনিস্টেরিয়াল ক্যাটাগরিতে ১,৬৬৩ টি শূন্য পদ আছে। আইসোলেটেড ও মিনিস্টেরিয়াল ক্যাটাগরির জন্য ১.০৩ লাখ আবেদন জমা পড়েছে।