Gangman Recruitment: রেলের এই বিশেষ পদে ২০ হাজারের বেশি নিয়োগ! কারা যোগ দিতে পারবেন জানুন Updated: 26 Apr 2023, 09:17 PM IST Sritama Mitra রেলের এক আধিকারিক সূত্রের খবর, রেলের ১৭ টি জোনাল এলাকায় ২০,৭১৯ টি পদ খালি রয়েছে। জোনাল রেলওয়ে এই ভর্তির প্রক্রিয়াকে বাস্তবতার রূপ দেবে। পশ্চিম রেলওয়েতে ৩৩৩০পদ খালি রয়েছে গ্যাংম্যানের। সেখানে প্রাক্তন সৈনিকদের নিয়োগ করা হবে।