আবারও পিছিয়ে গেল সর্বভারতীয় জয়েন্টের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (জেইই-মেন)। দুটি সেশনের পরীক্ষাই দু'মাস পিছিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষার কারণে আগে দু'বার পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের সূচি হেরফের করতে হয়েছিল।বুধরার রাতের দিকে জেইই মেনের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, প্রার্থীদের তরফে একাধিক বিষয় উত্থাপন করা হচ্ছিল। তাই দেশজুড়ে পড়ুয়াদের আরও ভালো প্রস্তুতির নেওয়ার সুযোগ দিতে পিছিয়ে দেওয়া হচ্ছে জেইই-মেন (JEE Main 2022)। সেইসঙ্গে জানানো হয়েছে, জেইই মেনের প্রথম সেশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের জেইই মেনের অনলাইনে আবেদন প্রক্রিয়া শীঘ্র শুরু হবে। জেইই (মেন) সেশন ১ পরীক্ষার নয়া সূচি: আগামী ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন পরীক্ষা হবে।জেইই (মেন) সেশন ২ পরীক্ষার নয়া সূচি: ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩০ জুলাই পরীক্ষা হবে।উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার জেইই মেনের সূচি পালটানো হল। প্রথমবার সূচি জেইই মেনের সূচি ঘোষণার পর একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং জয়েন্ট পরীক্ষা একইদিনে পড়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের সূচি পালটানো হয়েছিল। কিন্তু তারপর জয়েন্টের সূচি পালটে দিয়েছিল এনটিএ। সেইসময় এনটিএয়ের তরফে জানানো হয়েছিল, একাধিক বোর্ডের পরীক্ষার সঙ্গে দিন মিলে যাওয়ায় পড়ুয়াদের একাংশ জেইই মেনের পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি করেছেন। সেইমতো পিছিয়ে দেওয়া হচ্ছে জয়েন্ট পরীক্ষা।তাতে সমস্যা কাটেনি। আবারও একইদিনে উচ্চ মাধ্যমিক এবং জেইই মেন পড়ে যাচ্ছিল। জেইই মেন এবং রাজ্যের দুটি কেন্দ্রে উপ-নির্বাচনের জেরে নয়া সূচি ঘোষণা করে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তারইমধ্যে আবারও সূচি পালটে দিল এনটিএ।