
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন ২-এর ফলাফল। যে ফলাফল সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ৪৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। উল্লেখ্য, jeemain.nta.nic.in এই সাইটে দেখা যাচ্ছে ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই বছরের জয়েন্টের তত্ত্বাবধানের দায়িত্বে ছিল।
উল্লেখ্য, এনটিএ-জেইইর ওয়েবসাইটে অল ইন্ডিয়া ব়্যাঙ্কিংয়ের তালিকা, কাট অফ, পার্সেন্টাইল, ও বাকি তথ্য শেয়ার করা হয়েছে। এছাড়াও ফাইনাল অ্যানসার কি সেখানে দেওয়া হয়েছে। ১০০ পার্সেন্টাইল যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে প্রথম সিঙ্গরাজু বেঙ্কটকৌন্দিন্না। তিনি তেলাঙ্গানার বাসিন্দা। এরপরই রয়েছেন কাল্লাকুরি সাইমন্থ শ্রীমন্থ। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এরপর রয়েছেন, রাজস্থানের ইশান খান্ডেলওয়াল, উত্তরপ্রদেশের দেশাঙ্ক প্রতাপ সিং ও নিপুন গোয়েল। উল্লেখ্য, জেইই মেইনসের ২০২৩ সালের সেশন ২ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে, এপ্রিল মাসের ৬, ৮, ১০,১১,১২ তারিখে। সেই ,ময় ১৩ ও ১৫ তারিখ রিজার্ভ ডেট রাখা হয়েছিল পরীক্ষার। পেপার ওয়ান ছিল বিই বিটেকের। পেপার টু ছিল পি আর্কের, পেপার টুবি ছিল বি প্ল্যানিংয়ের। সঠিক উত্তরের ওপর নম্বর ছিল প্রশ্ন পিছু ৪ করে। পরীক্ষায় ছিল নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল প্রশ্নের উত্তর পিছু ১ পয়েন্ট করে কাটা হয়েছে।
( গ্যাংস্টার মুখতার আনসারির ১০ বছরের জেল, দোষী সাব্যস্ত BJP বিধায়ক খুনের মামলায়)
উল্লেখ্য, জেইই মেইনস সেশন ২ এর ওপর নির্ভর করে রয়েছে, চলতি বছরে বিভিন্ন কলেজে বি ই ও বিটেকে ভর্তি। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই ভর্তির প্রক্রিয়া নির্ভর করে জেইইর ফলাফলের উপর। তবে যাঁরা ফলাফলে সন্তুষ্ট নন, তাঁরা তাঁদের উত্তর পত্রের জন্য চ্যালেঞ্জ করতে পারেন বৈধ উপায়ে। তাতে ২০০ টাকা ফেরতের অযোগ্য হিসাবে দাম দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারা যাবে। যদি কোনও উত্তর ভুল বের হয়, তাহলে ফের ফাইনাল 'অ্যানসার কি' প্রকাশিত হবে। সেই অনুযায়ী যাবে মেধা তালিকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports