শুক্রবার সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর দ্বাদশ শ্রেণি কম্পার্টমেন্ট পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষার্থীরা cbse.nic.in, cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবে।এ বছর মোট ২৩৭৮৪৯ জন পড়ুয়া কম্পার্টমেন্ট পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। এর মধ্যে দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা ১৫০১৯৮ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী রয়েছে ৮৭৬৫১ জন। দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষা ২২ থেকে ২৯ সেপ্টেম্বরে র মধ্যে অনুষ্ঠিত হয়।কীভাবে ফলাফল দেখা যাবে:পদক্ষেপ ১: অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in, cbseresults.nic.in এ যেতে হবে।পদক্ষেপ ২: ‘result link’ এ ক্লিক করতে হবে।পদক্ষেপ৩: রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর দিতে হবে।পদক্ষেপ৪: স্ক্রিনে ফলাফল দেখতে পাওয়া যাবে।পদক্ষেপ৫: ভবিষ্যতের জন্য ডাউনলোড ও প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা চাইলে পুনর্মূল্যায়ন ও নম্বর যাচাইয়ের জন্য আবেদন করতে পারবে। ফলাফল প্রকাশের তৃতীয় ও চতুর্থ দিনে নম্বর যাচাইয়ের জন্য আবেদন করা যাবে।শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের ১৫ দিন পর থেকে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে এবং পুনর্মূল্যায়িত উত্তর পুস্তিকাও পাবে।এ বছর করোনা অতিমারীর জেরে লকডাউনের কারণে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হয়। ১৫ জুলাই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হয়। পাশের হার ছিল ৯১.৪৬%।