খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে ২০২৩ সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। দশমে পরীক্ষার্থীর সংখ্যা, ২১,৮৬,৯৪০ জন। আর দ্বাদশে পরীক্ষার্থীর সংখ্যা ১৬,৯৬,৭৭০ জন। এঁদের সকলের ফলাফল বিশেষ কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপ থেকে দেখা যাবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল চলতি মাসেই প্রকাশ করবে তা আগেই জানিয়েছিল। বিগত বেশ কয়েক বছরে একই দিনে প্রকাশিত হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। cbse.gov.in ও results.cbse.nic.in এই দুটি ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন ফলাফল। এছাড়াও SMS ও UMANG অ্যাপ ব্যবহার করেও জানা যাবে ফলাফল। প্রসঙ্গত, ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়েছিল। উল্লেখ্য, সিবিএসইর বোর্ড পরীক্ষা দশম ও দ্বাদশ শ্রেণির জন্য শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে। দশম শ্রেণির পরাক্ষা শেষ হয় ২১ মার্চ ও দ্বাদশ শ্রেণির শেষ হয় ৫ এপ্রিল। দুটি শ্রেণি মিলিয়ে মোট পরীক্ষার্থী, ৩৮, ৮৩, ৭১০ জন।
কীভাবে দেখবেন ফলাফল:
১)ফলাফল দেখতে গেলে সিবিএসইর ওয়েবসাইট cbseresults.nic.in তে যেতে হবে।
২) সেখানে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর, স্কুলের তথ্য ও জন্ম তারিখ সেখানে পেশ করতে হবে।
৪) এরপর সমস্তটা জমা দিয়ে ফলাফল দেখতে হবে।
কীভাবে ডাউনলোড করা যাবে ফলাফলের তথ্য:
১) digilocker.gov.in. লিঙ্কে প্রথমে যেতে হবে।
২) তারপর সিবিএসই ফলাফল লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় জায়গায় ক্লিক করুন ও যাবতীয় তথ্য বিশদে জানান।
৪) সাবমিট করুন তথ্য ও মার্কশিট দেখে নিন।
মার্কশিট কোন দিন হাতে পাবেন পরীক্ষার্থীরা?
উল্লেখ্য, মার্কশিট ফলাফল প্রকাশের দিন শুধুমাত্র ওয়েবসাইট থেকে মার্কশিট দেখতে পাবেন। এই মার্কশিটের ডিজিটাল কপি ওয়েবসাইটে দেখা যাবে। প্রতি পরীক্ষার্থীর মার্কশিট স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুল থেকেই সংগ্রহ করতে হবে সার্টিফিকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক