বাংলা নিউজ > কর্মখালি > Bengal Dominates in ISC Class 12 Results: ISC দ্বাদশে দুর্ধর্ষ ফল বাংলার! দেশে প্রথম হলেন ৬ পড়ুয়া, কে কোন স্কুলের?
আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দুর্ধর্ষ ফল করল পশ্চিমবঙ্গের পড়ুয়া। দেশে যে ১৮ জন পড়ুয়া প্রথম (র্যাঙ্ক ১) হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জনই পশ্চিমবঙ্গের স্কুলের ছাত্রছাত্রী।
পশ্চিমবঙ্গ থেকে কোন ছয় পড়ুয়া ISC Class XII Result 2022-এ প্রথম হয়েছেন?
- মহম্মদ অর্শ মুস্তাফা, দ্য ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুল, কলকাতা, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।
- প্রতীতি মজুমদার, সল্টলেক স্কুল (ইংলিশ মিডিয়াম), কলকাতা, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।
- অপূর্বা কোশিশ, জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।
- পৃথ্বীজা মণ্ডল, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।
- নিখিল কুমার প্রসাদ, সানসাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।
- অভিষেক বিশ্বাস, সেন্ট ক্লারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা, প্রাপ্ত নম্বর ৩৯৯, ৯৯.৭৫ শতাংশ।