বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না...! ব্যবসায়ীর অনুযোগে ব্যবস্থার আশ্বাস মমতার

পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না...! ব্যবসায়ীর অনুযোগে ব্যবস্থার আশ্বাস মমতার

আজ (সোমবার - ১৯ মে, ২০২৫) বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। (PTI)

পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না। যদি তেমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে প্রশাসন সেটা দেখবে। তিনদিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই এক ছোট ব্যবসায়ীর তোলা অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আজ (সোমবার - ১৯ মে, ২০২৫) উত্তরবঙ্গে পৌঁছন মমতা। সফরের একেবারের প্রাথমিক লগ্নে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত একটি অনুষ্ঠানে শিল্পপতি এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরাসরি কথা বলেন তাঁদের সঙ্গে। শিল্পপতি থেকে শুরু করে ছোট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মুখ্যমন্ত্রীকে তাঁদের বিভিন্ন পরিকল্পনা জানানোর পাশাপাশি নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলিও তুলে ধরেন।

তেমনই এক ছোট ব্যবসায়ী কিছুটা অনুযোগের সুরে মুখ্যমন্ত্রীকে জানান, যখন কোনও পণ্যবাহী গাড়ি রাস্তায় নামে, তখন তার জন্য টোল ট্যাক্স, জিএসটি প্রভৃতি দিতে হয়। উপরন্তু, পুলিশকেও টাকা দিতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। সরাসরি গাড়ির ভাড়া বেড়ে যায়। ওই ব্যবসায়ীর অভিযোগ, যদি কোথাও পুলিশকে ১০০ টাকা দেওয়া হয়, তাহলে চালকরা ব্যবসায়ীদের এসে বলেন, তাঁরা ৫০০ টাকা দিয়েছেন। এতে আখেরে ব্যবসায়ীদেরই ক্ষতির মুখে পড়তে হয়।

এর প্রেক্ষিতে মমতা মূলত দু'টি বিষয়ে উল্লেখ করেন। তিনি জানান, টোল ট্যাক্স, জিএসটি - এসব কেন্দ্রের বিষয়। এখানে তাঁর কিছু করার নেই। তবে, রাজ্য়ের তরফে একটা অনুরোধ করা যেতে পারে, যদি কেন্দ্রীয় সরকার ছোট ব্যবসায়ীদের অন্তত কিছু ছাড় দেয়।

এরই সঙ্গে মমতা বলেন, পুলিশ কেন ট্যাক্স তুলবে? পুলিশ তো টাকা তুলতে পারে না। মমতার আশ্বাস, যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে সেটা যাতে দেখা হয়, তিনি পুলিশকেই সেই নির্দেশ দেবেন। কারণ, এসব যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব পুলিশেরই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাজ্যের পুলিশমন্ত্রীও বটে। এর আগেও বিভিন্ন সময়, নানা জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্য়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশের একাংশের বিরুদ্ধে রাস্তায় পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজি করার অভিযোগও নতুন নয়। শিলিগুড়ির এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যবসায়ীও সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। যা শুনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বাংলার মুখ খবর

Latest News

‘‌প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ৬টি ভলভো বাস’‌, শিলিগুড়ি থেকে ঘোষণা মমতা পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না...! ব্যবসায়ীর অনুযোগে ব্যবস্থার আশ্বাস মমতার ফের সাতপাকে বাঁধা পড়লেন স্বীকৃতি? ভাইরাল তাঁর বধূবেশের লুক, ব্যাপার কী? সম্ভলের শাহি জামা মসজিদের সমীক্ষার নির্দেশ বহাল HC তে, কমিটির আর্জি খারিজ উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী, বন্ধ মধু চা–বাগান, বেকার ৭৫০ শ্রমিক সত্যিই কি অরিজিতের রেস্তোরাঁ হেঁশেলে ৩০ টাকায় থালি পাওয়া যায়? ভাইরাল মেনুর ছবি এসি কেনার আগে জেনে নিন ইনভার্টার এসির সুবিধা, নাহলে বিদ্যুৎ বিল দিতে গিয়ে ঘাম বে শনি, রাহুর অশুভ যুতি মিটতেই সৌভাগ্যের ফোয়ারা! পকেট ফুলছে বৃষ সহ বহু রাশির গ্রীষ্মেই শুরু শিকার, মুক্তি পেল ‘মৃগয়া’-র অফিসিয়াল টিজার 'পাকিস্তানের বিরুদ্ধে বললে ফুফার ভোটব্যাঙ্ক নড়ে যাবে'

Latest bengal News in Bangla

‘‌প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ৬টি ভলভো বাস’‌, শিলিগুড়ি থেকে ঘোষণা মমতা পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না...! ব্যবসায়ীর অনুযোগে ব্যবস্থার আশ্বাস মমতার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী, বন্ধ মধু চা–বাগান, বেকার ৭৫০ শ্রমিক 'পাকিস্তানের বিরুদ্ধে বললে ফুফার ভোটব্যাঙ্ক নড়ে যাবে' অন্নপ্রাশনের নিমন্ত্রণে যাওয়া TMC নেতাকে অন্ধকার রাস্তায় তাড়া করে কুপিয়ে খুন! হরিণের মাংস ভেজে রান্না, খাওয়ার অপরাধে সাজা দিল আদালত, সশ্রম কারাদণ্ড হল যুবকের ‘‌আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা’‌, মমতাকে কথা হর্ষ নেওটিয়ার ‘আমি বাবার কাছে…’, দিলীপের সঙ্গে থাকার ইচ্ছে! ছেলের মৃত্যুর আগে কী বলেছিল রিঙ্কু সাক্ষীরা যাই বলুন... ধর্ষণে দোষীকে মুক্তির আর্জি খারিজ, নিম্ন আদালতের রায় বহাল মালদায় তৃণমূলকর্মীকে তাড়া করে কুপিয়ে খুন, কাঠগড়ায় বিজেপি

IPL 2025 News in Bangla

শ্রেয়স আইয়ার IPL 2024 জয়ের প্রাপ্য সম্মান পাননি… গৌতম গম্ভীরকে গাভাসকরের খোঁচা কাটা গেল প্রিয়াংশ ও প্রভসিমরনের চলতি IPL-এর ১টি করে হাফ-সেঞ্চুরি, কারণ কী? শুধু ব্যাটসম্যানদের দোষ দিয়ে লাভ নেই… RR-এর ব্যর্থতার কারণ তুলে ধরলেন দ্রাবিড় হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন মহম্মদ শামি বল স্টাম্পে লাগছিল,তবু আউট হননি সুদর্শন,খেপে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক কুলদীপের অপারেশন সিঁদুরের সময় PoK-তে ছিলেন KKR তারকার মা-বাবা, 'কিছুটা দূরেই পড়ে মিসাইল' দলবদলে চমক! প্লে-অফের আগে কখনও IPL না খেলা জিম্বাবোয়ের পেসারকে দলে নিল RCB প্লে-অফের চতুর্থ স্থানের জন্য মুম্বই-দিল্লি-লখনউয়ের ত্রিমুখী লড়াই, কারা এগিয়ে? ঠান্ডা মাথায় বাজিমাত করা গেলে ঝুঁকি কেন? ওপেনার থেকে ফিনিশার হওয়ার স্বপ্ন সাইয়ের দ্বিতীয় দল হিসেবে বিনা উইকেটে ২০০ তাড়া করে T20 জয় গুজরাটের, কাদের রেকর্ড ভাঙল?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.