ম্যানেজার ও জুনিয়র এগজিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। যে কোনও যোগ্য ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.aai.aero তে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৪ জানুয়ারি, ২০২১।মোট শূন্য পদ: ৩৮৬শূন্য পদের বিস্তারিত বিবরণ:• ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): ১১• ম্যানেজার (টেকনিক্যাল) : ২• জুনিয়র এগজিকিউটিভ ( এয়ার ট্রাফিক কন্ট্রোল): ২৬৪• জুনিয়র এগজিকিউটিভ ( এয়ারপোর্ট অপারেশন): ৮৩• জুনিয়র এগজিকিউটিভ(টেকনিক্যাল): ৮যোগ্যতা:ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): ফায়ার ইঞ্জিনিয়ারিং/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ BE বা BTech এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা।• ম্যানেজার (টেকনিক্যাল) : মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ BE বা BTech এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা।• জুনিয়র এগজিকিউটিভ ( এয়ার ট্রাফিক কন্ট্রোল): পদার্থবিদ্যা ও গণিত সহ বিজ্ঞানে ৩ বছরের স্নাতক ডিগ্রি অথবা যে কোনও সেমিস্টারে পদার্থবিদ্যা ও গণিত নিয়ে ইঞ্জিনি়ারিং পাশ।• জুনিয়র এগজিকিউটিভ ( এয়ারপোর্ট অপারেশন): বিজ্ঞানে স্নাতক এবং দু বছরের MBA ডিগ্রি অথবা ইঞ্জনিয়ারিংয়ে স্নাতক।• জুনিয়র এগজিকিউটিভ(টেকনিক্যাল): মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ BE বা BTech।বয়স সীমা: ৩০ নভেম্বর,২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অবশ্য বয়সের উর্ধ্ব সীমায় ছাড় পাবেন।আবেদন ফি: অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০০টাকা দিতে হবে। তাপশিলি জাতি ও উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০টাকা। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।বেতন ক্রম: ম্যানেজার পদের বেতন মাসিক ৬০০০০ থেকে ১৮০০০০ টাকা। জুনিয়র এগজিকিউটিভদের বেতন মাসে ৪০০০০ থেকে ১৪০০০০ টাকা।