এমনিই জনপ্রিয়তার শিখরে হোয়াটসঅ্যাপ। তারপর একের পর এক উদ্ভাবনী ফিচার নিয়ে আসছে ফেসবুকের এই অ্যাপ। হোয়াটসঅ্যাপের থেকে বলা হয়েছে এবার থেকে কেউ চাইলে নিজের মেসেজ সাত দিন বাদে মুছে ফেলতে পারে। এই সেটিংস ব্যবহার করলে পুরনো মেসেজে যদিও কোনও প্রভাব পড়বে না। ব্যক্তিগত চ্যাটে ইউজাররা নিজেদের মর্জি মতন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি অপ্ট করতে পারেন। অন্যদিকে গ্রুপে চ্যাটে শুধু অ্যাডমিনের কাছে এই ক্ষমতা আছে। যদি কোনও ইউজার সাত দিন বাদে চ্যাট চেক করেন, তাহলে মেসেজটি দেখতে পাবেন না। শুধু নোটিফিকশনের প্রিভিউতে সেটি আসবে। ওই মেসেজ যদি ফরওয়ার্ড করা হয় তাহলে অবশ্য সেটি ভ্যানিস হবে না। একই সঙ্গে ব্যাকআপ রাখলে সেখান থেকে ওই মেসেজ ফেরত পাওয়া যাবে। মিডিয়া ডাউনলোডের ক্ষেত্রে অটো ডাউনলোড চালু থাকলে ছবি-ভিডিও নিজর থেকে স্টোর হয়ে যাবে। তবে এই মেসেজ উধাও করার ক্ষেত্রে সময়ের বিষয়টি হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করবে। সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকবে না।