বাংলা নিউজ > হাতে গরম > গায়ে পড়়ে ভাব করার ‘শাস্তি’! মহিলার পরচুলা খুলে দিল বাঁদর, ভাইরাল ভিডিয়ো
বাঁদর হলেও মাঝে মাঝে মানুষকে নাকাল করার ক্ষমতা রাখে তাঁরা। নানা ভিডিয়োতে মাঝে মাঝেই সেই দৃশ্য ধরা পড়ে। সম্প্রতি একটি ভিডিয়োতেও দেখা গেল সেই দৃশ্য। একটি দেওয়ালের উপরে নিজের মতো চুপচাপ বসেছিল একটি বাঁদর। দুজন মহিলা তাই দেখে তার কাছে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করলেন। এর ফলই হল বিপজ্জনক। বাঁদরটি বিরক্ত হয়ে এক মহিলার মাথায় আঘাত করে। যার জেরে খুলে আসে তাঁর পরচুলা। সম্প্রতি এই মজার ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন - ‘মায়ের হঠাৎ শরীর খারাপ…’ পাশের হোটেলে ৫ মিনিট বসার জন্য গুণতে হল ৮০০ টাকা