নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে মারা গিয়েছেন পাকিস্তানের কমপক্ষে ৪ জন সেনাকর্মী। বৃহস্পতিবারের এই ঘটনার কথা শুক্রবার জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক। তিনি জানিয়েছেন, অন্তত তিনটি পাক সেনা পোস্ট ধ্বংস হয়েছে ভারতীয় সেনার আক্রমণে। চার পাক সেনা নিহত হওয়ার পাশাপাশি পাকিস্তানের রাইখচিকরি ও নেজাপির সেক্টরে আরও চার পাক জওয়ান আহত হয়েছেন।বৃহস্পতিবার প্রথমে পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাঘাঁটি নিশানা করে শাহপুর, কিরনি ও কসবা সেক্টরে আক্রমণ হানে পাক সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী প্রতিআক্রমণে গুলি চালায়।পাক হামলায় আহত হয়েছেন পুঞ্চের কসবা গ্রামের বাসিন্দা নিসার আলি।