পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > বাংলার চিটফান্ডকাণ্ডে দিল্লিতে ধৃত সংস্থার ২ কর্তা
চিটফান্ড কাণ্ডে পশ্চিমবঙ্গের এক প্রতারক সংস্থার শীর্ষস্থানীয় দুই কর্তাকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার নয়াদিল্লিতে আটক ওই দুই জন যুগান্তর রিয়েলিটি অ্যান্ড যুগান্তর গোল্ড অ্যান্ড জুয়েলারি নামে সংস্থার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, ধৃত অজয় চক্রবর্তী ওই সংস্থার সিএমডি ও চেয়ারম্যান পদে ছিলেন এবং সঞ্জিত চক্রবর্তী সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের থেকে অবৈধ ভাবে ৭৮ কোটি টাকা আদায় করার অভিযোগ রয়েছে, জানিয়েছেন সিবিআই মুখপাত্র নীতিন ওয়াকাঙ্কার।
অভিযোগ, ধৃত দুই অভিযুক্ত লগ্নিকারীদের থেকে আদায় করা অর্থ তছরুপের উদ্দেশে তাঁদের সংস্থাটি রাতারাতি বন্ধ করে দেন।