রাত পোহালেই ত্রিপুরার সিপাহিজলা জেলার ধনপুর এবং বক্সানগর কেন্দ্রে উপনির্বাচন। দুই কেন্দ্রেই লড়াই হবে দ্বিমুখী। শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএমের মধ্যে। অন্য দুই বিরোধী তিপ্রা মোথা এবং কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি। ভোট নির্বিঘ্নে করতে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
বক্সানগর আসনে লড়াই হচ্ছে বিজেপি প্রার্থী তফাজ্জুল হোসেন এবং সিপিএম প্রার্থী মিজান হোসেনের সঙ্গে। অন্য দিকে ধনপুর আসনে সিপিএম প্রার্থী কৌশিক চন্দের বিরুদ্ধে লড়ছেন বিজেপির বিন্দু দেবনাথ। দুটি কেন্দ্রেই কংগ্রেস সিপিএম প্রার্থীকে সমর্থন করেছে বলে আগেই জানিয়ে দিয়েছে।
তিনদিন আগেই ত্রিপুরার অন্যতম বিরোধী দল তিপ্রা মোথা জানিয়ে দিয়েছে, এই নির্বাচনে তারা কাউকে সমর্থন করছে না। যদিও সিপিএমের দাবি, তাদের পক্ষে প্রচার করেছে বিরোধী দলটি।
সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, 'আমরা চাই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিক। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য আমরা আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছি। জনগণকেও অনুরোধ করছি তারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যান।'
(পড়তে পারেন। রাত ১১টার পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে অধীরকে ফোন…কী কথা হল? ফাঁস করলেন নিজেই)
অন্যদিকে বিজেপি মুখপাত্র নবেন্দু হাজরা বলেন,'জনগণ সিপিএমের সঙ্গে নেই। তারা উন্নয়নের পক্ষে ভোট দেবে।'