বাংলা নিউজ >
বাংলার মুখ > Fishing Boat Capsized: ট্রলার দুর্ঘটনায় মৃত আট মৎসজীবী, কেন এত ঘন ঘন ঘটছে বিপত্তি?
Fishing Boat Capsized: ট্রলার দুর্ঘটনায় মৃত আট মৎসজীবী, কেন এত ঘন ঘন ঘটছে বিপত্তি?
1 মিনিটে পড়ুন Updated: 24 Sep 2024, 08:00 PM IST Suparna Das অনুন্নত পরিকাঠামো, প্রশাসনিক উদাসীনতা, অদক্ষ মাঝি - এমন একাধিইক কারণের জন্যই নাকি ইদানীংকালে বঙ্গপোসাগরে মৎস্যজীবীদের ট্রলার ডোবার ঘটনা উত্তরোত্তর বাড়ছে! এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।
প্রতীকী ছবি সম্প্রতি, ইলিশ ধরতে গিয়ে ট্রলার ডুবে মৃত্যু হয় আটজন মৎস্যজীবীর। নিখোঁজ রয়েছেন আরও একজন। যদিও, কয়েকটি সূত্রের তরফে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তিরও বাঁচার সম্ভাবনা ক্ষীণ।