এবার করোনার কোপ রাজ্যের কংগ্রেস শিবিরে। আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।দিনসাতেক আগে করোনা সংক্রমণ নিয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সী ওই সাংসদ। প্রথম থেকেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। ইদানিং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেনের মাত্র অনেকটাই কমেছে। এ বয়সে যা করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বিপজ্জনক।সোমবার সকালেই একটি টুইট করে এ খবর জানিয়েছেন যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র। তিনি জানিয়েছেন, সাংসদ আবু হাসেম খান চৌধুরীর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। প্রবীণ সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রোহন।