বাংলায় পড়েছে শীতের আমেজ। মারণ ভাইরাসের চোখরাঙানির মধ্যেও মানুষের মনে এসেছে ঘুরুঘুরু ভাব। রেস্তোরাঁ, সিনেমা হল, শপিং মলের পাশাপাশি চিড়িয়াখানা, ইকোপার্ক আগেই চালু হয়ে গিয়েছে। ১১ নভেম্বর, বুধবার থেকে ছুটবে লোকাল ট্রেনের চাকা। আর তার আগেই কাল, মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম।কলকাতার এই চারটি জনপ্রিয় দর্শনীয় স্থলই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে। দেশে লকডাউন ঘোষণার আগেই ১৮ মার্চ থেকে বন্ধ এই ৪ জায়গা। প্রায় ৮ মাস পর দর্শনার্থীদের জন্য ফের দরজা খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। তবে কর্মী থেকে দর্শক— সকলকে মেনে চলতে হবে করোনাবিধি।কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। পিপিই পরে কাজ করতে হবে নিরাপত্তারক্ষীদের। মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। স্মার্ট ফোনে ‘আরোগ্য সেতু’ অ্যাপ রাখার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে।এর পাশাপশি কাউন্টারে ভিড় এড়াতে অনলাইনে টিকিট কাটায় জোর দেওয়া হচ্ছে। কাউন্টারে টিকিট কাটার সময় দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গ্যালারির এসি–র তাপমাত্রা রাখা হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আদ্রতা থাকবে ৪০ থেকে ৭০–এর মধ্যে।