আজ, শনিবার সকলা থেকেই মেঘলা আকাশ রয়েছে। তার জেরে পথে নেমে বেশ ঘাম হচ্ছে সাধারণ মানুষের। সেটাই আরও বাড়তে চলেছে আজকে রাজপথে থাকা সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। কারণ আজকে শহরের রাজপথে ব্যাপক যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। আজ, শনিবার একাধিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। যার জেরে কলকাতা শহরের নানা রাস্তায় থমকে যেতে পারে গাড়ির চাকা। আজ অফিস–কাছারি সব খোলা। তাই কাজের সময় রাস্তায় বেরিয়ে যানজটে ফেঁসে গেলে গুমোট আবহাওয়ায় ঘামের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই ট্রাফিক আপডেট নিয়েই রাস্তায় বের হওয়া উচিত।
লালবাজার সূত্রে খবর, আজ শনিবার শহরের বুকে নানা কর্মসূচি রয়েছে। তাই আগাম খবরের ভিত্তিতে পথে দেদার ট্রাফিক পুলিশ নামানো হয়েছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নজরদারি রাখা হয়েছে। যাতে যানজটে মানুষজনকে কষ্ট পেতে না হয়। আজ একাধিক ধর্মীয় শোভাযাত্রা আছে। সকালে এই ধর্মীয় শোভাযাত্রা হাওড়া ব্রিজ থেকে কলাকার স্ট্রিট পর্যন্ত হচ্ছে। বিকেলে নিমতলা ঘাট স্ট্রিট থেকে শোভাযাত্রা বের হবে। এমজি রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক স্ট্রিট, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি হয়ে শোভাযাত্রা আবার নিমতলা ঘাট স্ট্রিটে আসবে। তখন আরও একটি ধর্মীয় শোভাযাত্রা বের হবে জি আর রোড দিয়ে।
আরও পড়ুন: কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনে এবার চালু হচ্ছে ‘কবচ’ প্রযুক্তি, দুর্ঘটনা রুখতে দাওয়াই
এদিন আবার রাজনৈতিক মিছিলও আছে। তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তার মধ্যেই আজ বিকেলে কলেজ স্ট্রিটে একটি বিক্ষোভ সভাও আছে। বিকেলের একই সময়ে মিছিল আছে রাসবিহারী অ্যাভিনিউ এলাকায়। তারপর আবার বেহালার জনকল্যাণ মোড় থেকে ট্রাম ডিপো পর্যন্ত ডায়মন্ডহারবার রোড ধরে একটি মিছিল হওয়ার কথা আছে। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট চত্বরেও এমন মিছিল আছে বলে লালবাজার সূত্রে খবর মিলেছে। সুতরাং শনিবার সকাল থেকে বিকেল রাজপথে মানুষের চাপ বাড়বে।