তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে বেশ কয়েকটি কমিটি ঠিক হয়েছে। আর তাতে দায়িত্বপ্রাপ্তরাই সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন বলে ঠিক হয়েছে। নয়াদিল্লি থেকে শুরু করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মুখপাত্র ঠিক হয়েছে। তার জেরে অনেক মুখপাত্র বাদ পড়েছেন। এবার এই বাদ পড়া মুখপাত্রদের ক্ষোভ তৈরি হয়েছে। সেসব সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এবার বাদ পড়া সেই মুখপাত্রদের ফোন করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কারণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ফোন এসেছে বলে সূত্রের খবর।
এই বাদ পড়া মুখপাত্রদের তালিকায় আছেন অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার। তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে থেকে ভাল বক্তব্য রাখতেন। আর এই মুখপাত্ররা ‘অভিষেক পন্থী’ বলেই দলের মধ্যে পরিচিত। আজ, বৃহস্পতিবার ওই বাদ পড়া মুখপাত্রদের কাছে ডেরেকের ফোন এল। ‘কনফারেন্স কল’ করা হয় এবং তাতে সবার সঙ্গে কথা হয় বলে সূত্রের খবর। একদিন আগেই বাদ পড়া মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী ক্ষোভ উগরে দেন। দলের সিদ্ধান্ত তাঁকে মেনে নিতে হয়েছে। তবে ফোনে তিনি মনে করিয়ে দেন, দলের কঠিন সময়ে নানা জায়গায় কথা বলতে গিয়ে বিরোধীদের গালাগাল খেতে হয়েছে।
আরও পড়ুন: ‘আরজি কর ঘটনার সময় স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে’, বিধানসভায় দাবি মমতার
এই কথা শুনে ডেরেক তাঁদের আশ্বস্ত করেন একই পদে সারাজীবন কেউ থাকে না। নতুন দায়িত্ব পালনের জন্য মন শক্ত করতে। নতুন দায়িত্ব দেওয়া হবে সকলকেই। তা কার্যকর করতে হবে বলে তাঁদের জানান তিনি। বাদ পড়া মুখপাত্ররা প্রত্যেকেই আজ জানান, বিরোধীদের আক্রমণ গালাগাল খেয়েও দলের কথা তাঁরা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। জনমত গড়ে তুলতে সফল হয়েছেন। তখন ডেরেক তাঁদের বলেছেন, এই নেতাদের পাশে থাকবে দল। অভিষেককে গোটা কথোপকথন জানানো হবে বলে সূত্রের খবর। মুখপাত্রদের কাজের প্রশংসা করেছেন তিনি।