ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই ৫ ঘণ্টা জেরার মুখোমুখি হয়ে বিধাননগরের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় এই প্রথম সিবিআইয়ের সামনে হাজিরা দিলেন তিনি। এদিন এই মামলায় সিবিআই তাঁর বয়ান রেকর্ড বলে সূত্রের খবর। এখন দেখার, এই ঘটনায় তাঁকে ফের তলব করেন কি না গোয়েন্দারা।ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের ৩টি তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে হাজিরা দেন অনুব্রত। এদিন দুপুর ১২টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিলেন গোয়েন্দারা। তার ১৫ মিনিট আগেই সেখানে পৌঁছন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। এর পর সাংবাদিকদের জানান, শরীর আছে মোটামুটি। এর পর ভবনের ভিতরে ঢুকে যান তিনি।ভোট পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। বিভিন্ন ঘটনায় অভিযুক্তরা গোয়েন্দাদের জানিয়েছেন, অনুব্রতর নির্দেশেই বিরোধীদের ওপর হামলা চালিয়েছে তারা। এদিন এই নিয়ে অনুব্রতকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কেন তিনি বিরোধীদের ওপর হিংসায় প্ররোচনা দিয়েছেন তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে।সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, এদিন অভিযুক্ত তৃণমূল নেতার বয়ান রেকর্ড করেছেন গোয়েন্দারা। ৫ ঘণ্টার জেরা শেষে বিকেল ৫টার কিছু পরে আইনজীবী পরিবেষ্ঠিত হয়ে সিজিও কমপ্লেক্স ছাড়েন অনুব্রত। সোজা চিনার পার্কের বাসভবনে কমপ্লেক্সে পৌঁছন তিনি। শুক্রবার তাঁর পিজিতে ডাক্তার দেখানোর কথা রয়েছে।