কেরল থেকে মুর্শিদাবাদের বাসিন্দা বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের ঘটনায় স্থানীয় বিডিওর গ্রেফতারি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে বিডিও জঙ্গিদের নাম ভোটার তালিকায় তুলেছে তাকে গ্রেফতার করা উচিত। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিশেষ সম্প্রদায়ের মানুষকে পুলিশের ছোঁওয়ার সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, ‘দেড় বছর ধরে হরিহরপাড়ায় ভারতবিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। তাদের নাম আবার ভোটার তালিকায় রয়েছে। যে বিডিও ভোটার তালিকায় নাম তুলেছিল UAPA আইনে তাকে গ্রেফতার করা উচিত। পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোক হলে স্পর্শ করতে পারবে না। আপনি যে কোনও রাস্তায় যাবেন, আপনার হেলমেট লাগবে। একটি বিশেষ জনগোষ্ঠী, যারা ২ কোটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, তাদের হেলমেট লাগে না।’
গত সপ্তাহে কেরল থেকে শাদ রাদি নামে এক বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। তদন্তে উঠে আসে ধৃত ১০ বছর আগে অনুপ্রবেশ করে ভারতীয় নথি বানিয়ে ফেলে। মুর্শিদাবাদে ২ জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে। রয়েছে ভারতীয় পাসপোর্ট। আনসারুল্লাহ বাংলা নামে বাংলাদেশি জঙ্গি সংগঠনের ওই সদস্য ভারতে আত্মঘাতী জঙ্গি তৈরির কাজ করছি। সেজন্য মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি মাদ্রাসা খুলে কিশোর কিশোরীদের মগজধোলাই করছিল সে।