শনিবার রাতে তমলুকের নিমতৌড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । সেখানে তিনি জ্যোতিপ্রিয়কে আক্রমণ করে বলেন, ‘ওঁর কিছু হয়নি। এসব নাটক। মেডিক্যাল রিপোর্টে সেরকম কিছু নেই। ওঁর ডায়াবেটিস আছে। এটা একটা পুরোনো রোগ। এ ছাড়া আর কিছু হয়নি।’
শুভেন্দু অধিকারী।
রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর বিচারকের এজলাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থার মধ্যেও জ্যোতিপ্রিয়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কটাক্ষ, মন্ত্রী অসুস্থতার নাটক করছেন। নিজের এক্স হ্যান্ডেলে মেডিক্যাল রিপোর্ট পোস্ট করে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। এর পাশাপাশি একটি পুজোর উদ্বোধনে গিয়েও এনিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেছেন শুভেন্দু।
শনিবার রাতে তমলুকের নিমতৌড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । সেখানে তিনি জ্যোতিপ্রিয়কে আক্রমণ করে বলেন, ‘ওঁর কিছু হয়নি। এসব নাটক। মেডিক্যাল রিপোর্টে সেরকম কিছু নেই। ওঁর ডায়াবেটিস আছে। এটা একটা পুরোনো রোগ। এ ছাড়া আর কিছু হয়নি।’ অন্যদিকে, রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার বর্তমান খাদ্য মন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, তৃণমূলের সবাই চোর । রথীনও তার বাইরে নেই। নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষ অভিযুক্ত বলে তিনি কটাক্ষ করেন।
প্রসঙ্গত, মন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নীলদর্পণ থেকে শুরু করে বনগাঁ বাটার মোর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে । মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে । ইডি সিবিআই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে । পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি অবৈধ বলেও দাবি করেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস।