বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC: সিবিআই ডেকেছে! 'কিছুই জানি না,' বললেন মন্ত্রী পরেশ, ঘুরপথে মেয়ের চাকরি!
পরবর্তী খবর
২০১৮ সালের ১৬ই অগস্ট। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন মেখলিগঞ্জের দাপুটে বাম নেতা পরেশ অধিকারী। পরের দিনই দেখা যায় এসএসসির চাকরি প্রার্থীদের তালিকায় জ্বলজ্বল করছে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নাম। তবে অভিযোগ ওঠে, প্রথম তালিকায় নাম ছিল না অঙ্কিতা অধিকারী। পরে দ্বিতীয় তালিকায় তার নাম দেখা যায়। এমনকী মৌখিক পরীক্ষায় না বসেও বেআইনীভাবে যোগ্য প্রার্থীকে টপকে তিনি শিক্ষিকার চাকরি পেয়ে যান বলে অভিযোগ। এনিয়ে বাংলা জুড়ে চরম জলঘোলা হয়। তবে তারপরেও তৃণমূল মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রীর পদও জুটে যায় পরেশ অধিকারীর।