‘যাদবপুরে নাকি শিক্ষিত লোক থাকে? সায়নী ঘোষ নাকি এখানে এগিয়ে…’ সৃজনের পরাজয়ের আসার সঙ্গে সঙ্গে এমনই সব পোস্ট ভেসে এলো ফেসবুক জুড়ে। করলেন সিপিআইএমেরই কর্মী-সমর্থকরা। শিক্ষিত, বামপন্থা, শ্রমজীবী এই শব্দগুলোর মানে কি ভুলে গেল বঙ্গ-সিপিআইএম ব্রিগেড! দক্ষিণ কলকাতার যাদবপুর লোকসভা কেন্দ্র বাংলার রাজ্য রাজনীতি কিংবা দেশের রাজনীতির ক্ষেত্রেও হট ফেভারিট সিটগুলির অন্যতম। বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর আর টালিগঞ্জ বিধানসভাগুলি কেন্দ্রেজুড়ে এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত। এবারের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী সায়নী ঘোষকে, অন্যদিকে সিপিআইএমের প্রার্থী ছিলেন ছাত্রছাত্রী আন্দোলন থেকে সদ্য অবসর নেওয়া সৃজনকে। আর বিজেপি’র পক্ষ থেকে এই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।