আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে এখন প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব রাজনৈতিক দলই পথে নেমেছে। ফাঁসির দাবি, বিচার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে সকলের মুখে। এবার এই আবহে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ক্ষোভ উগরে দিচ্ছে জেলের ভিতরে। এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ই বলে দাবি কলকাতা পুলিশের। তারপর সিবিআইয়ের হাতে যায় মামলা। প্রেসিডেন্সি জেলে প্রথমদিন নিশ্চিন্তে ঘুমোতে চেয়েছিলেন। এবার খাদ্য তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিল ধৃত সঞ্জয় বলে জেল সূত্রে খবর।
জেলের সকল বন্দিদের জন্যই একইরকম খাবার রান্না হয়ে থাকে। কিন্তু সেই খাবার মুখে রোচ্ছে না সঞ্জয় রায়ের। এবার তা নিয়ে জেলের ভিতরেই ক্ষোভ প্রকাশ করল ধর্ষণ–খুনে অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের সেলের পাশ দিয়ে যাচ্ছিলেন এক কারারক্ষী। তখন সঞ্জয় প্রশ্ন করে তাঁকে, ‘আজ রাতে খাবার কী আছে?’ জবাব দেন ওই কারারক্ষী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুটি–সবজি। তা শুনেই ক্ষোভ উগরে দেন আরজি কর হাসপাতালের ঘটনায় ধৃত সিভিক সঞ্জয় রায়। সেলের ভিতর থেকে বলতে থাকে সঞ্জয়, ‘রোজ এক খাবার খেতে ভাল লাগে না। একটু স্বাদ বদলাতে তো হবে। বেশি কিছু চাইছি না। আজ রাতের খাবারে এগ চাউমিন চাইছি। সঙ্গে স্যালাড।’ সঞ্জয়ের এই কথায় কান না দেওয়ায় আরও চটে যায় সঞ্জয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন: যুবক রাহুলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার, বঙ্গোপসাগরে জাহাজডুবির পরই নিখোঁজ