বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। মঙ্গলবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। এর পর শুভেন্দুবাবু বলেন, ‘কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি না দিলে কড়া মূল্য চোকাতে হবে বাংলাদেশকে।’
আরও পড়ুন - তৃণমূলের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা
মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে মিছিল করেন বিজেপি বিধায়করা। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। ইউনুস সরকারকে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতেই হবে। সন্ন্যাসীর মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় বেহালায় মশাল মিছিল হবে। আগামীকাল আমরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ চেয়েছি। কাল বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারেট ঘেরাও করবে বিজেপি বিধায়করা। রবিবারের মধ্যে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি না দিলে সোমবার পেট্রাপোল সীমান্ত অবরোধ করবেন বনগাঁর বিজেপি বিধায়ক।
আরও পড়ুন - মুখপাত্রের পদই পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দলের রাশ হাতে রাখলেন মমতাই
সোমবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। রীতিমতো ধাক্কা দিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁকে চট্টোগ্রাম আদালতে পেশ করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃত সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টোগ্রামের আদালত। ওদিকে সন্ন্যাসীর গ্রেফতারির খবরে পথে নেমেছেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বেশ কয়েকটি জায়গায় নিরস্ত্র হিন্দু বিক্ষোভকারীদের ওপর চরমপন্থী মুসলিমরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।