রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকাণ্ডে এবার নয়া মোড়। এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ।
রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার পরে ও সবদিক থেকে খবর সংগ্রহ করার পরেই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছিল। গোটা ঘটনায় তিনজন রাজভবন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারী তরুণী দাবি করেছিলেন সেই সময় তাকে বোঝানো হয়েছিল যাতে তিনি অভিযোগ দায়ের না করেন। আর তার জেরেই এবার রাজভবনের তিনজন স্টাফের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ।
মূলত জোর করে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই এই মামলা রুজু করা হয়েছে।
এদিকে শুক্রবারই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তৃণমূলের শিক্ষা সেল প্রতিবাদ আন্দোলনে নামে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করে। এসবের মধ্য়েই এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হল।
এদিকে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। রাজভবনের মধ্য়েই এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আবার দিল্লিতে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগও তারই বিরুদ্ধে।
একের পর এক অভিযোগ। সূত্রের খবর, দিল্লির সেই পাঁচতারা হোটেলের রুমও বুক করে দিয়েছিলেন রাজ্যপালের এক আত্মীয়। সেবার বঙ্গভবনে উঠেছিলেন রাজ্যপাল। তারপর সেখান থেকে রক্ষী ছাড়়াই তিনি চলে যান ওই হোটেলে। সেখানেই ওই নৃত্যশিল্পীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নবান্নে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই শিল্পী। এরপর সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছিল লালবাজারে। পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি পদমর্যাদার এক অফিসার এনিয়ে প্রাথমিকভাবে খোঁজখবর নেন। এমনকী যিনি অভিযোগ করেছিলেন তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। অভিযোগের সত্যতা কতটা রয়েছে সেটাও যাচাই করা হয়েছিল। এরপর পুলিশ কমিশনার নবান্নে রিপোর্ট জমা দেন।
তবে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে রাজভবনের মধ্য়ে এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এনিয়ে সিসি ক্যামেরার ফুটেজও সামনে এনে সত্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই ফুটেজ আদৌ কতটা সত্যকে সামনে এনেছে সেই প্রশ্নটা থেকেই গিয়েছে। সেই ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই এবার সামনে এল ধর্ষণের অভিযোগ। সেটা আবার গত বছর হয়েছিল বলে দাবি করা হচ্ছে।