সম্প্রতি কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন ময়দান থানার ওসি সুদীপ বেরা। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি মারা যান। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ওই ওসির।
কলকাতা পুলিশ।
পুলিশের কাজে ডিউটি অনেক বেশি থাকে। এর জন্য নির্দিষ্ট কোনও সময় থাকে না। যার ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না পুলিশের পক্ষে। অনেক ক্ষেত্রে এর জেরে পুলিশ কর্মীদের শরীরে বাসা বাঁধে বিভিন্ন ধরনের রোগ। এর সঙ্গে মানসিক অবসাদও দেখা যায়। এই সমস্ত কারণে পুলিশ কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিলেন কলকাতার কমিশনার বিনীত গোয়েল।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন ময়দান থানার ওসি সুদীপ বেরা। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি মারা যান। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ওই ওসির। অনেকের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে এই সমস্যা হত না। সেই ঘটনার পরেই পুলিশের স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দিয়েছেন নগরপাল বিশেষ করে যে সমস্ত পুলিশ কর্মীদের বয়স ৪০ বছরের বেশি। তাঁদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, চিকিৎসার সুবিধার্থে পুলিশ কর্মীদের বিমার সুবিধা নেওয়ারও পরামর্শ দিয়েছেন নগরপাল। এ বিষয়ে তিনি কলকাতা পুলিশ ইউনিট প্রধানদের বিশেষ নজর দিতে বলেছেন। সাধারণত পুলিশ কর্মীদের জন্য দুটি বিমার সুবিধা রয়েছে। একটি হল কলকাতা পুলিশের নিজস্ব বিমা স্কিম এবং অন্যটি হল পশ্চিমবঙ্গ হেলথ স্কিম। কলকাতা পুলিশ বিমার ক্ষেত্রে বছরে ১৪ হাজার টাকা প্রিমিয়াম দিতে হয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে পুলিশ কর্মীদের যে ভাতা দেওয়া হয় তার থেকে ৫০০ টাকা করে কেটে নেওয়া হয়। তবে পুলিশ কর্মীদের মতে, কলকাতা পুলিশের বিমার ক্ষেত্রে খুব কম খরচে চিকিৎসা করানো যায়। ফলে এই বিমার জনপ্রিয়তা বেশি।