ভুয়ো পরিচয়, নথিপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন আফগান নাগরিক। তাঁর বিরুদ্ধে আগেই লুক আউট নোটিশ জারি হয়েছিল। অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে ওই বিদেশি নাগরিককে গ্রেফতার করল লালবাজারের সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দর হয়ে আফগানিস্তানের কাবুলে পালানোর পরিকল্পনা ছিল তাঁর। তবে তার আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেন আধিকারিকরা। ধৃদের নাম মহম্মদ নবি খান।
আরও পড়ুন: আফগানে আটক মার্কিনি ছাড়া পেতেই হাক্কানিকে নিয়ে USর বড় পদক্ষেপ! কী বলছে রিপোর্ট
লালবাজার সূত্রে জানা গিয়েছে, নবি সহ ১০ জন আফগান নাগরিকের অবৈধভাবে কলকাতায় থাকার অভিযোগ সামনে আসে ২০২২ সালে। শ্যামপুকুর থানার বিধান সরণি এলাকায় ওই ১০ জন একটি ওয়াকফ সম্পত্তির তিনটি ঘরে থাকছিল বলে অভিযোগ সামনে আসে। পরে ২০২২ সালে ওয়াকফ কোষাধ্যক্ষ পুলিশের কাছে অভিযোগ জানান। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ১০ জনের কাছে আফগানিস্তানের পাসপোর্ট রয়েছে। তবে ভারতীয় আধার, প্যান কার্ড বানিয়ে অবৈধভাবে থাকছিল। সেই ঘটনায় তখন পাঁচ অভিযুক্ত আফগান নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। তবে বাকি ৫ জন পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল লালবাজার। এখনও ৪ জন এই মামলায় পলাতক। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, এই মামলার বিচার চলছে আদালতে। ইতিমধ্যেই পুলিশ চার্জশিট দিয়েছে। শুক্রবার নবিকে গ্রেফতারের পর রবিবার ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতার সিজেএম আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক তাঁকে ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। নবির বিরুদ্ধে জালিয়াতি, বিদেশি আইনে মামলা দায়ের করা হয়েছে। কী উদ্দেশ্যে নবি এবং তাঁর সঙ্গীরা ভারতে থাকছিলেন? পাসপোর্ট কোথা থেকে পেয়েছেন তা জানার প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী। এই যুক্তি দেখিয়ে তিনি অভিযুক্তের হেফাজত চেয়ে আর্জি জানান। যদিও নবিকে জামিন দেওয়ার আর্জি জানান তাঁর আইনজীবী সফদার আজ়ম। তবে বিচারক সেই আর্জি খারিজ করে দিয়ে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।