খাস কলকাতায় পুলিশের নাকের ডগায় দিনের পর দিন চলছিল চিটফান্ড। টাকা ফেরত না দিতে পেরে চক্রী গায়েব হতে ঘুম ভাঙল পুলিশের। জনরোষের হাত থেকে বাঁচতে অভিযুক্ত লিজা মুখোপাধ্যায়কে নাসিক থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে মধ্য কলকাতার প্রায় ৩০ হাজার খেটে খাওয়া মানুষের ৪০০ কোটি টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ রয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, এন্টালি থানা এলাকার সুরেশ সরকার রোডে একটি অফিস তৈরি করে চিটফান্ড চালাচ্ছিলেন লিজা ও তাঁর স্বামী। মাত্র ৩ বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা এলাকার গরিব মানুষের কাছ থেকে তুলেছিলেন তাঁরা। এন্টালি, পার্ক সার্কাস, বেলেঘাটা, বেনিয়াপুকুর এলাকা থেকে প্রায় ৪০০ কোটি টাকা তুলেছিলেন দম্পতি। সেই টাকায় এলাকায় বিউটি পার্লার থেকে নার্সারি স্কুল, একাধিক ব্যবসা খুলে বসেছিলেন ২ জন।সম্প্রতি টাকা ফেরত দেওয়ার দিন এলে সমস্ত ব্যবসার ঝাঁপ বন্ধ করে নিখোঁজ হয়ে যান দম্পতি। এর পরই এন্টালি থানায় দায়ের হয় প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে নাসিক থেকে লিজাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্বামীর খোঁজ চলছে।খাস কলকাতার বুকে পুলিশের নাকের ডগায় কী করে দিনের পর দিন প্রতারণা চলছিল। শাসকদলের নেতাদের মদত ছাড়া এই কারবার সম্ভব কি না সে প্রশ্ন উঠছে।