বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বপ্নপূরণ বাংলার, হাওড়া-NJP বন্দে ভারতের উদ্বোধন মোদীর, জোকা মেট্রোরও সূচনা
স্বপ্নপূরণ বাংলার, হাওড়া-NJP বন্দে ভারতের উদ্বোধন মোদীর, জোকা মেট্রোরও সূচনা
2 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2022, 11:49 AM ISTAyan Das
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর মতো মোট ৭,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জোকা-তারাতলা মেট্রো এবং বন্দে ভারত এক্সপ্রেস। (ছবি সৌজন্যে পিটিআই)
মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করলেন। সবমিলিয়ে ৭,৮০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে মোদী বলেন, ‘আজ আপনাদের মধ্যে সশরীরে আমার আসার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আমি পারলাম না। সেজন্য আপনাদের সকলের কাছে এবং বাংলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ ওই অনুষ্ঠানের যাবতীয় আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
30 Dec 2022, 11:49 AM IST
জোকা-তারাতলা মেট্রোর সূচনা মোদীর
জোকা-তারাতলা মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
30 Dec 2022, 11:44 AM IST
কোনও কথা বললেন না, সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের সূচনা মোদীর
কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখে-মুখে কষ্টের ছাপটা স্পষ্ট। তারইমধ্যে সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী।
30 Dec 2022, 11:43 AM IST
মঞ্চের নীচে দাঁড়িয়ে বক্তৃতা মমতার
মঞ্চের নীচেই দাঁড়িয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে সমবেদনা প্রকাশ করলেন। অনুষ্ঠান ছোটো করে নরেন্দ্র মোদীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
30 Dec 2022, 11:33 AM IST
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে মোদী
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন।
আজ ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা জোকায় ১০০ কোটি টাকায় তৈরি করা হয়েছে। যা দেশে জল, নিকাশি ও পরিচ্ছন্নতার হাব হতে চলেছে।
30 Dec 2022, 08:18 AM IST
কলকাতায় আসছেন না মোদী, ভার্চুয়ালি উদ্বোধন বন্দে ভারত, জোকা মেট্রোর
প্রধানমন্ত্রীর দফতর: আজ পশ্চিমবঙ্গে যে অনুষ্ঠান আছে, তাতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের (হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো) উদ্বোধন করবেন। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন।
30 Dec 2022, 08:14 AM IST
গান্ধীনগরে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শেষকৃত্য হবে মোদীর মায়ের
ইতিমধ্যে গান্ধীনগরে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে আমদাবাদ বিমানবন্দরে নামেন। সেখান থেকে গান্ধীনগরে চলে আসেন। সেখানেই মোদীর মা হীরাবেন মোদীর শেষকৃত্য সম্পন্ন হবে।
30 Dec 2022, 08:01 AM IST
রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মোদী
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রোর পাশাপাশি রেলের চারটি প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইনের। যা ৪০৫ কোটি টাকা তৈরি করা হয়েছে। ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন (৫৬৫ কোটি টাকায় তৈরি), নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন (২৫৪ কোটি টাকা খরচ) এবং আমবাড়ি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি-গুমানিহাট ডাবলিং প্রকল্পের (১,০৮০ কোটি টাকায় তৈরি) উদ্বোধন করবেন। সেইসঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। খরচ ধরা হয়েছে ৩৩৫ কোটি টাকার বেশি।
30 Dec 2022, 07:48 AM IST
জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে মোদী
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে বেহালাবাসীর। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের (পার্পল লাইন) জোকা-তারাতলা অংশের মেট্রোকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ৬.৫ কিলোমিটারের অংশে মোট ছ'টি স্টেশন আছে - জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। খরচ পড়েছে ২,৪৭৫ কোটি টাকা।
30 Dec 2022, 07:17 AM IST
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় মোদী
শুক্রবার (৩০ ডিসেম্বর) হাওড়া স্টেশন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যা দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। সূচি অনুযায়ী, সপ্তাহে ছ'দিন হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে। বুধবার ছাড়া রোজ বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। তিনটি স্টেশনে স্টপেজ দেবে - বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই জংশন। তবে মা প্রয়াত হওয়ায় সম্ভবত ভার্চুয়ালি বন্দে ভারতের সূচনা করবেন মোদী।
আজ পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মা হীরাবেনের মৃত্যুর জেরে সম্ভবত কলকাতায় আসবেন না তিনি। পরিবর্তে ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোর মতো মোট ৭,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করবেন।