কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেল নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রো। সূত্রের খবর, ফেব্রুয়ারিতেই শুরু হবে পরিষেবা তবে আপাতত জোকা - তারাতলা মেট্রোর মতো এই মেট্রোতেও চলবে একটি মাত্র রেক। একই টোকেনে চড়া যাবে নর্থ – সাউথ মেট্রো ও নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রোয়।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলবে মেট্রো রেল। মাঝখানে থাকবে ৩টি স্টেশন। সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) ও কবি সুকান্ত (কালিকাপুর)। আপাতত প্রান্তিক স্টেশনদুটি হল কবি সুভাষ (নিউ গড়িয়া) ও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন। গত ৩০ ডিসেম্বর নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর এই অংশ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। মঙ্গলবার দুপুরে চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গিয়েছে। চলতি মাসেই নতুন মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এক্ষেত্রেও জোকা - তারাতলা মেট্রোর মতো একটিই রেক যাতায়াত করবে।
তবে নিউ গড়িয়া - রুবি মেট্রো ও দক্ষিণেশ্বর – নিউ গড়িয়া মেট্রোয় সংযুক্ত টোকেন পরিষেবা চালু করা হবে। অর্থাৎ কেউ রুবি থেকে দক্ষিণেশ্বর যেতে চাইলে তাঁকে নিউ গড়িয়ায় নেমে আর টোকেন সংগ্রহ করতে হবে না। রুবি থেকেই পাওয়া যাবে দক্ষিণেশ্বরের টোকেন। একই প্ল্যাটফর্মে ২ দিকে আসবে ২টি ট্রেন।
গত বছরের শেষ দিনে শুরু হয়েছে জোকা - তারাতলা মেট্রো পরিষেবা। দীর্ঘ অপেক্ষার পর মেট্রো পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কলকাতা শহরে আরও সম্প্রসারিত হবে মেট্রো পরিষেবা।