বিজয়ার পরও তাঁকে কালীঘাটে যেতে দেখা গিয়েছিল। দু’বারই পৃথক বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর। তাছাড়া জেলার সমীকরণটা মুকুল রায়ের মতো কেউ ভাল করে জানেন না। তাই পঞ্চায়েত নির্বাচন তাঁকে দিয়েই খেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বড় পদ দিয়েই এটা করা হবে বলে সূত্রের খবর।
Ad
মুকুল রায়।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এবার পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। তাই মুকুল রায়কে কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পঞ্চায়েত নির্বাচনের আগে দলে কি বড় দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়? এই প্রশ্ন উঠতে শুরু করেছেন কারণ দু’দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিয়েছেন তিনি। আবার সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে বৈঠক করেছেন তিনি। সম্প্রতি অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও গিয়েছেন মুকুল রায়ের বাড়িতে। তাই ঘটনাপ্রবাহ সেই ইঙ্গিতই দিচ্ছে।
কেন এমন প্রশ্ন উঠছে? বড় দায়িত্বের বিষয় নিয়ে যদিও কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। প্রায় আট বছর পর ফের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। বিজয়ার পরও তাঁকে কালীঘাটে যেতে দেখা গিয়েছিল। দু’বারই পৃথক বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর। তাছাড়া জেলার সমীকরণটা মুকুল রায়ের মতো কেউ ভাল করে জানেন না। তাই পঞ্চায়েত নির্বাচন তাঁকে দিয়েই খেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বড় পদ দিয়েই এটা করা হবে বলে সূত্রের খবর।