দুর্গাপুজোর আগে কলকাতায় এসেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তবে তিনি রাজ্যে পা রেখে বলেছিলেন কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না। তবে শনিবার ‘ঠিক সময় পাঞ্চ’ মারার বার্তা দিলেন ফাটাকেষ্ট। আজ, শনিবার হেস্টিংসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি এমন একজন ফাইটার, যাকে ন’বার বক্সিং রিংয়ের নক–আউট করে দেওয়া হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স ন’বার ফেলে দিয়েছিল। কিন্তু দশ গোনার আগে উঠে পড়ি। তখন যে লাস্ট পাঞ্চটা মেরেছি আর ওঠেনি।’
তাহলে কী এবার রাজনীতিতে লাস্ট পাঞ্চ মারবেন? একুশের নির্বাচনে তারকা প্রচারক হিসাবে প্রচার করেও বিজেপিকে সাফল্য তুলে দিতে পারেননি। তারপর প্রায় দু’বছর গায়েব ছিলেন। এবার তিনদিনের সফরে এসে মহাগুরুর জবাব, ‘আমি তো বিজেপির মুখপাত্র নই। ফাইটার হতে গেলে প্রস্তুত থাকতে হবে। আঘাত খাবেন, আঘাত দেবেন। যার শারীরিক এবং মানসিক শক্তি বেশি শেষ পর্যন্ত তিনিই জিতবেন।’ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ফাইটার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেই বার্তাই দিলেন তিনি বলে মনে করা হচ্ছে।
কিন্তু তিনি আগে যে দলে ছিলেন সেখানের নেতা–মন্ত্রীদের বিপুল পরিমাণ টাকা ধার পড়ছে। কী বলবেন এই পরিস্থিতি নিয়ে? এই টাকা উদ্ধারের ঘটনা নিয়ে মিঠুন বলেন, ‘এই পরিস্থিতি দেখে আমার হতাশ লাগছে। কারণ আমি এত টাকা কখনও দেখিনি। আর কামাতে পারলাম না। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। কার নীচে, কত টাকা পাওয়া গেল, যাঁর টাকা তিনি বলতে পারবেন।’ এই খোঁচা দিয়ে তিনি রাজনীতির কথা বলে ফেললেন।