মিড–ডে মিলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল ‘পিএম পোষণ’। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর এই প্রকল্পে বরাদ্দ বাড়ছিল না বলে অভিযোগ ওঠে। তবে এবার মিড–ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তা না বাড়ানোর মতোই বলে মনে করছে শিক্ষামহল। কারণ বরাদ্দ বৃদ্ধির পরিমাণ যে এতই কম তা কল্পনার অতীত। আর তার জেরে পুষ্টিকর খাদ্য শিশুদের মুখে তুলে দেওয়া আদৌ সম্ভব নয় বলেই সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে সেই বৃদ্ধি নামমাত্র। যার জন্য গোটা বিজ্ঞপ্তি দেখে এক্ষেত্রেও কেন্দ্রের বঞ্চনা করেছে বাংলার শিশুদের বলে গর্জে উঠেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কতটা বরাদ্দ বাড়ল মিড–ডে মিলে? প্রাথমিক ও উচ্চ প্রাথমিক এই দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ। দু’বছর পর এমন বরাদ্দ দেখে সকলেই হতাশ। এখনকার বাজারদরের সঙ্গে এই বরাদ্দের কোনও মিল নেই। সুতরাং এইটুকু বরাদ্দ বৃদ্ধিতে কেমন করে চলবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই মিড–ডে মিল প্রকল্পে শেষবার বরাদ্দ বেড়েছিল ২০২২ সালে। প্রাথমিকে তখন মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছিল ৮.১৭ টাকা। এখন দু’বছর পর সেই বরাদ্দই যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ল।
আরও পড়ুন: ‘থ্রেট কালচার’ প্রস্তাবে বিধানসভার অধিবেশন তোলপাড়, ওয়াকআউট করল বিজেপি
মূল্যবৃদ্ধির বাজারে এই বরাদ্দ বাড়ানোর অর্থই অনেকে বুঝতে পারছেন না। নতুন এই বরাদ্দ ১ অক্টোবর থেকেই কার্যকর করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কিন্তু তাতে লাভ কী হল? এই প্রশ্নের উত্তর মেলেনি। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস–এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘গত কয়েক বছর ধরে মিড–ডে মিলের বরাদ্দ বাড়েনি। দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামছাড়া হয়েছে। সেই তুলনায় এই বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত নগণ্য। এই টাকা দিয়ে কেমন করে পুষ্টিকর খাদ্য শিশুদের মুখে তুলে দেওয়া যাবে সেটাই ভাবনার।’
এই বিজ্ঞপ্তি নিয়ে এখন জোর সমালোচনা শুরু হয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাঁধুনি এবং হেল্পারদের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তি ৫০০ টাকা করে দেয়। সেখানে কেন্দ্রীয় সরকারের এমন বরাদ্দ কেন? উঠছে প্রশ্ন। এই বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মিড ডে মিলের বরাদ্দ নাম কা ওয়াস্তে যৎসামান্য বাড়িয়েছে। প্রাথমিকে ছিল ৫ থেকে ৪৫ পয়সা সেটা এখন হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে ছিল ৮ টাকা ১৭ পয়সা সেটা এখন হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। সুতরাং প্রাথমিকে বেড়েছে ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে বেড়েছে ১ টাকা ১২ পয়সা। অথচ আমরা দাবি করেছিলাম প্রতি স্তরে ন্যূনতম অন্তত ৩ টাকা করে বাড়ানো হোক। আবার এতে প্রমাণিত হল, শিশুদের মুখের খাবারের গুণাগুণ বা পরিমাণ বৃদ্ধিতে দেশের কেন্দ্রীয় সরকার কতটা উদাসীন আর নির্লিপ্ত।’