পুজোর মুখে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ফের ধাক্কা খেলের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানিকের জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টেই। নির্ধারিত দিনেই হবে শুনানি।
সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে মানিক ভট্টাচার্য দাবি করেন, হাইকোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে জামিনের আবেদনের শুনানি। যার ফলে বিনা বিচারে জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। এই নিয়ে ৪ বার কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন পিছিয়ে গিয়েছে। তাই দ্রুত শুনানি করে তাঁকে জামিন দেওয়া হোক।
পালটা ইডির দাবি, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। তিনি এতটাই প্রভাবশালী যে গ্রেফতারির ১ বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়নি। তিনি বিধায়ক পদে বহাল রয়েছেন। যার ফলে জামিন পেলে তিনি তাঁর এক্তিয়ার ব্যবহার করে প্রমাণ নষ্ট সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাছাড়া মানিকের বিরুদ্ধে রোজই নতুন নতুন তথ্য উঠে আসছে। হাইকোর্ট বিভিন্ন সময় সিবিআই – ইডিকে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিচ্ছে। ফলে মানিকের জামিন দেওয়া উচিত হবে না।
এর পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টেও। পূর্ব নির্ধারিত ১৬ নভেম্বরই তাঁর জামিনের শুনানি হবে। এব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছর ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। সেই থেকে জেলবন্দি রয়েছেন তিনি। এর পর তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেফতার হন। শতরূপাদেবী জামিন পেলেও সৌভিকের জামিনের আবেদন চলতি সপ্তাহেই খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।