বরাবরই তিনি আঁকতে ভালোবাসেন। প্রতিবাদের ভাষা হিসেবেও আগেও হাতে তুলে নিয়েছেন রং-তুলি। এবারও ব্যতিক্রম হল না সেই ধারায়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতার সুর ধরা পড়ল তাঁর ক্যানভাসে।
আরও পড়ুন : এনআরসি হলে কী কী নথি লাগবে? জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
সিএএ-এনআরসি নিয়ে একাধিকবার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেন রং, তুলি আর ক্যানভাস। শান্তিপূর্ণভাবে নিজের ভিন্নমত পোষণ করাই লক্ষ্য।
আরও পড়ুন : কোন শর্তে ভারতীয় নাগরিকত্ব, জানালেন কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক

সেইমতো এদিন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো। তুলির টানে ক্যানভাসে সিএএ, এনআরসি ও এনপিআর নিজের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। ছিলেন বিশিষ্ট শিল্পীরাও।
আরও পড়ুন : NPR-NRC-এর মধ্যে ফারাক কী? কেন বিরোধিতা রাজ্যের? জানুন খুঁটিনাটি
এক তৃণমূল নেতা জানান, দেশের বিভিন্ন গ্যালারিতে ছবিগুলি প্রদর্শিত হবে। তাঁর কথায়, 'সিএএ ও এনআরসির বিরুদ্ধে আমাদের সচেতনতামূলক প্রচারের অংশ হবে এই ছবিগুলি।'