কলকাতা পুরভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতে গিয়েছে বিরোধীরা। বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি অবশ্য খারিজ হয়েছে আদালতে। এই পরিস্থিতিতে আজ কলকাতা ও রাজ্য পুলিশের নিরাপত্তাতেই অনুষ্ঠিত হতে হবে পুরভোট। তবে বিগত কয়েক বছরে বাংলার নির্বাচন মানেই বোমা, হিংসার অভিযোগ উঠেছে। তবে পুরভোট নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতার মোট ১৪৪টি ওয়ার্ডে ৪৯৫৯ বুথে ভোটগ্রহণ হবে আজকে। প্রতিটি বুথেই সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তবে তা সত্ত্বেও যদি রবিবাসরীয় কলকাতায় ঝামেলা হয় তাহলে ভোটাররা কী করবেন? এমন পরিস্থিতিতে ভোটারদের জন্য বেশ কয়েকজন আধিকারিকের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। যাতে ঝামেলা হলেই এই আধিকারিকদের ফোন করে সমস্যার কথা জানাতে পারেন ভোটাররা। পাশাপাশি লালবাজারের তরফেও হেল্পলাইন চালু করা হয়েছে।রবিবসরীয় পুরভোটের জন্য শনিবার সকাল ছ’টা থেকেই চালু করা হয়েছে কমিশনের বিশেষ কন্ট্রোলরুম। পুরভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের নম্বর দেওয়া থাকল নিচে :রাজ্য নির্বাচন কমিশনার : ২২৮০৫২৬১/ ২২৮০৪১৯৫কমিশনের সচিব : ০৩৩-২২৮০৫২৭৭কমিশনের যুগ্মসচিব : ০৩৩-২২৮৯২৩২০অ্যাকাউন্টস অফিসার : ০৩৩-২২৮০৫২৭৬টোল ফ্রি নম্বর : ১৮০০৩৪৫৫৫৫৩কন্ট্রোল রুম নম্বর : ০৩৩-২২৯০০০৪০/০০৪১পুলিশ কন্ট্রোলরুম নম্বর (লালবাজার) : ০৩৩-২২১৪৩২৩০/৩০২৪/১৪৭২/১৩১০ট্রাফিক কন্ট্রোলরুম নম্বর (লালবাজার) : ০৩৩-২২১৪৩৬৪৪/ ২২৫০৫০৯৬ বোরো ভিত্তিক রিটার্নিং অফিসারের ফোন নম্বর:প্রণব সাঙ্গুই (বোরো ১) : ৯৬১৪১০৭৯৬১, ০৩৩-২৫৫৬৭৭৩৩শৌভিক মুখোপাধ্যায় (বোরো ২) : ৯৬৮১৯৩৫০৮৬, ০৩৩-২৫৫৬৭৭৩৪মানস হালদার (বোরো ৩) : ৬২৯৪০১২৯০১, ০৩৩-২২৩০০১৪৩/ ২২৩০০১৩৯সুপ্রভাত চট্টোপাধ্যায় (বোরো ৪) : ৯৯০৩৩২৩২০১, ০৩৩-২২৩০০০৮০/৮১/৮২অবির্বাণ বসু (বোরো ৫) : ৮৩৩৫০৫৫৬৬৪, ০৩৩-২২৩০০১২১/১২৯অরুণাভ পাল (বোরো ৬) : ৯৪৩৩৭৫৩৪১৫, ০৩৩-২২৩০০১৯৮/১৮৬শুভ্রজিত গুপ্ত (বোরো ৭) : ৮৩৩৪৮৬৬৮৮২, ০৩৩-২৪৪২০১১০ভূপ্রভ বিশ্বাস (বোরো ৮) : ৯৮৭৫৩৬০১৩৫, ০৩৩-২৪৭৫০০৩৬ঋত্বিক হাজরা (বোরো ৯) : ৭৪৩৯৬৫৩৫৫৬, ০৩৩-২৪৪৯২০৯৯/২০৯১ঊর্মি দে বিশ্বাস (বোরো ১০) : ৮৩৩৫০৪২৫৪২, ০৩৩-২৪১৪০০৭৮গোবিন্দ নন্দী (বোরো ১১) : ৯০০৭৮৩৯৩৯৭, ০৩৩-২৪৪১০০৪৬সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় (বোরো ১২) : ৯৪৩২৬৭৪৬৪৫, ০৩৩-২৪৪২০০২৯অভিষেক বিশ্বাস (বোরো ১৩) : ৮১০০০৭১৯০২, ০৩৩-২৩৯৬৩০২২/৩০৩৩সিদ্ধার্থ গুঁই (বোরো ১৪) : ৯৬৮১৮১০৮৩৪৩, ০৩৩-২৯৯৯৩৮৭৪/২৪৯৭৬০০৮সৌরভ চট্টোপাধ্যায় (বোরো ১৫) : ৭৪০৭৮৯৫৫১৫, ০৩৩-২৪৪৯২০৯৬/৮৬মণীশ দাস (বোরো ১৬) : ৭৩৮৪৮৩৬৬৫৬, ০৩৩-২৯৯৯৩৮৬১/২৪৩৮১০৮৮ বোরো ভিত্তিক নোডাল অফিসার নম্বর :শুভাশিস কর (বোরো ১): ৯৮৩১৩০৮৩৫৩দেবাশিস চক্রবর্তী (বোরো ২): ৯৮৩১১১৭০৪১শুভেন্দু অধিকারী (বোরো ৩): ৬২৮৯৪৪৪০১৬/৯৮৩০৩২২৪০৩মেহতাব আলম (বোরো ৪): ৯০৩৮৭০২৩১১উজ্জ্বল রায় (বোরো ৫): ৯৮৩৬৫২৪০২৪দেবব্রত সরকার (বোরো ৬): ৯৮৩০১২২০০২পার্থসারথী মুখোপাধ্যায় (বোরো ৭): ৯৮৩০৭৭১৭৫৫/ ৯৮৭৪৯০৫১০২দেবব্রত সরকার (বোরো ৮): ৯৮৩০১২২০০২পার্থ মুখোপাধ্যায় (বোরো ৯): ৯৮৩৬৫৭৬০০৭সীতারাম ভট্টাচার্য (বোরো ১০): ৯৮৩০৩২২৪২৯গৌতম দাশগুপ্ত (বোরো ১১): ৯৪৩৩৯৯০৭৪৮চন্দন গুহ (বোরো ১২): ৯৮৩৬০৫৮৩৪৮নবকুমার গুপ্ত (বোরো ১৩): ৯৮৩০৩৬৫৯৫৫পার্থপ্রতিম দাস (বোরো ১৪): ৯৩৩৪০১১০০৭প্রতাপ বিশ্বাস (বোরো ১৫): ৯৮৩১১৬৮৯৯৪এস রাজু (বোরো ১৬): ৯৪৩২৬১৪১৫৭