আজ, বুধবার সকালে পাতালপথে আগুন আতঙ্ক দেখা দিল। এই ঘটনায় মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উপর দোতলায় রিজার্ভেশন অফিসে আগুন লাগে বলে খবর। সাতসকালেই ধোঁয়ায় ঢেকে যায় মেট্রোর রিজার্ভেশন অফিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে দমকল। রিজার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ারে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মেট্রো চলাচলে তেমন কোনও প্রভাব পড়েনি। ঘটনাস্থলে দমকল কর্মীরা কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, সপ্তাহের মাঝখানে কাজের দিনে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উপরে রিজার্ভেশন অফিসে আগুন লেগেছে। এক্সাইড মোড়ের সংলগ্ন রবীন্দ্র সদন মেট্রোর দোতলায় রয়েছে এই রিজার্ভেশন অফিস। এখানে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। উপরে আগুন নিচে মেট্রো স্টেশন। যাত্রীরা এই ঘটনা প্রত্যক্ষ করে ছুটতে থাকেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে রেল সূত্রে খবর, মেট্রো চলাচলে কোনও প্রভাব এখনও পড়েনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানের রাস্তা সরু হওয়ায় ধোঁয়া কুণ্ডুলী পাকিয়ে গিয়েছে। তাই ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দোতলায় আগুনের উৎস এখন নিয়ন্ত্রণে। তিনতলায় ধোঁয়ার পরিমাণ বেশি দেখা যায়।
আর কী জানা যাচ্ছে? এদিকে আগুনের ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণেও চলে এসেছে। দোতলার যেখানে আগুন লেগেছিল সেটার উৎসস্থলে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। তবে এই আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিকভাবে তাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট বলেই মনে করছেন। এই ধোঁয়া অবশ্য মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় ফের উঠছে প্রশ্ন, কীভাবে লাগল আগুন? নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা রয়েছে? অফিসে জং ধরা অগ্নিনির্বাপক যন্ত্র কেন? পুড়ে দলা পাকিয়ে গিয়েছে এসি মেশিন।
আরও পড়ুন: নদী ভাঙনে তলিয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প, কেন্দ্রকে তুলোধনা রতুয়ার বিধায়কের
ঠিক কী বলছে মেট্রো কর্তৃপক্ষ? অন্যদিকে এই ঘটনা নিয়ে যখন তোলপাড় কাণ্ড তখন সেখানে উপস্থিত হন মেট্রো রেলের অফিসাররাও। এই বিষয়টি নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘মেট্রো চলাচল স্বাভাবিক আছে। যাত্রীরাও সুরক্ষিত আছেন। আতঙ্কিত হবেন না এবং ছড়াবেন না। আমাদের এখানে যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন। যাত্রী পরিষেবার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। রিজার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ার থেকে ধোঁয়া দেখা গিয়েছে। এখন পরিষেবা স্বাভাবিক।’