কলকাতা পুরসভার তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে রাস্তা বা ফুটপাথ দখল করে স্টল বসানো যাবে না। তারপরেও রাস্তা দখল করে কিছু হকার স্টল বসাচ্ছেন। বিশেষ করে নিউ মার্কেটে হকারদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে। এই অবস্থায় রাস্তা বা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামতে চলেছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: কলকাতায় ঘাটশ্রমিকরাই এবার 'রিভার অ্যাম্বাস্যাডার', বাঁচবে মানুষের প্রাণ
পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ২০১৮ সালের স্ট্রিট ভেন্ডিং নিয়ম অনুযায়ী, হকাররা রাস্তায় বা ফুটপাথ দখল করে স্টল দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী, হকাররা ফুটপাতের এক-তৃতীয়াংশের মধ্যে স্টল বসাতে পারবেন। বাকি দুই তৃতীয়াংশ পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে। তবে নিউ মার্কেটে এই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, হকাররা ফুটপাথ দখল করার ফলে হাঁটতে সমস্যা হচ্ছে পথচারীদের। জানা যাচ্ছে, নিউ মার্কেট এলাকার বার্ট্রাম স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট এবং হুমায়ুন প্লেসে ফুটপাথে হকাররা স্টল বসাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখা যায় যে বার্ট্রাম স্ট্রিট এবং হুমায়ুন প্লেসে ফুটপাথ দখল করে রয়েছে হকাররা। হুমায়ুন প্লেসে ফুটপাথে এবং রাস্তায় কিছু হকার রয়েছে। বার্ট্রাম স্ট্রিটেও কিছু স্টল রয়েছে। এমনকী গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং জোনেও হকাররা দখল করে স্টল বসাচ্ছেন বলে অভিযোগ। ফলে গাড়ি পার্কিংয়ে সমস্যা হচ্ছে। এমনকী কিছু হকার নিউ মার্কেটের গেটও দখল করে বসছেন।