এবারের পুরভোটে তৃণমূলের চমক প্রার্থীদের তালিকায় অন্যতম নাম হল প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীর। তাঁকে কলকাতা পুরসভার ৯৬ ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে। রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বসুন্ধরা গোস্বামী। তবে গত অগস্টে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় তাঁর লেখা প্রকাশ হওয়ার পরেই তিনি আলোচনায় উঠে আসেন। উল্লেখযোগ্যভাবে, তাঁর হয়ে কলম ধরেছিলেন বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। পুরভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরে আপ্লুত ক্ষিতি-কন্যা।তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিপিএমের রাজনৈতিক অবস্থান বদল করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন,' বিজেপিই যেখানে প্রধান বিরোধী দল, সেখানে বাছবিচার করার কোনও প্রয়োজন নেই। সিপিএমের রাজনৈতিক অবস্থান প্রতিদিন হাস্যকর হয়ে উঠছে। তাদের কাছে আবেদন করব যাতে তৃণমূলের সঙ্গে সম্পর্ক সহজ করে নেই সিপিএম। তাদের যেন মতিভ্রম না হয়।'বাম নেতার এই কন্যা দাবি করেছেন, পুরভোটের প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে বারবার অনুরোধ করেছিলেন। তাই তাঁর অনুরোধ তিনি ফেলতে পারেননি। যদিও তাঁকে প্রার্থী করার বিষয়ে ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। অন্যদিকে ,দীর্ঘদিন ধরে বামেদের সঙ্গে যুক্ত থাকা প্রয়াত নেতার এই কন্যার মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বাম শিবির। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ' আমি ওঁর অভিভাবক নয়। ওঁকে আমি চিনিও না। তাই ওঁকে প্রার্থী করা নিয়ে আমার কিছু বলার নেই।'