চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই বৈঠক থেকে বেরিয়ে চূড়ান্ত ‘হতাশ’ চাকরিহারা শিক্ষকরা।
তাঁরা সাংবাদিক বৈঠক বলেন, আজ কেন উনি বললেন যে আগে যোগ্যটাদের দেখি তারপর অযোগ্যদেরটা ভাবব। আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুনেছি এখনই টার্মিনেশন লেটার দিচ্ছেন না। টারমিনেশন লেটার না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত। স্যালারি বন্ধ হবে না আপাতত। এটা তো কোনও স্থায়ী সমাধান নয়। আমরা যে জায়গায় ছিলাম সেটা সুরক্ষিত থাকছে তেমন তো নয়। আমাদের চাকরিটা তাহলে সরানোর দিকে? সেটা কি বাঁচানো যাবে না? এনিয়ে কোনও সদুত্তর পাইনি। মুখ্য়মন্ত্রী আর একটা জিনিস বলেছেন যে একটা খেলা চলছে বিরোধীদের। বিরোধীদের খেলা নয়। এটা নিয়ে রাজ্য সরকারও খেলেছে। বিরোধী রাজনৈতিক দল হোক বা যে কোনও রাজনৈতিক দল হোক না কেন সবাই খেলছে। আমরা এখন ভোটব্যাঙ্ক। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে সেখানে মানসিক অবস্থা শোচনীয়…আমরা যোগ্যরা একসঙ্গে আছি। জোট বেঁধে আছি। আনটেনটেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ।