এবার রাজ্য সরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করবে রোবট। রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথম এসএসকেএমে চালু হতে চলেছে রোবোটিক সার্জারি। বছর দুয়েক আগে থেকেই এনিয়ে তোড়জোড় শুরু করেছিল সরকার। এর আগে রোবট কেনার জন্য দরপত্র ডেকেছিল স্বাস্থ্য দফতর। শেষে কেমব্রিজের একটি সংস্থা ৬ কোটি ৪৪ লক্ষ টাকা দামে এসএসকেএম হাসপাতালে রোবট সরবরাহের বরাত পেয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সোমবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ বিষয়ে জানানো হয়েছে।
আরও পড়ুন: শ্বাসনালিতে মটরশুঁটি আটকে গিয়ে বিপদ! খুদের প্রাণ বাঁচাল বাংলার সরকারি হাসপাতাল
আসলে রোবোটিক সার্জারি হল রোবোটিক হাতের সঙ্গে সংযুক্ত খুব ছোট সরঞ্জাম ব্যবহার করে অস্ত্রোপচার করার একটি পদ্ধতি। সার্জন একটি কম্পিউটার দিয়ে রোবোটিক হাত নিয়ন্ত্রণ করেন। কম্পিউটার স্টেশনে বসে রোবটের গতিবিধি নির্দেশ করেন। চিকিৎসকরা জানাচ্ছেন, রোগীর বেড থেকে কিছুটা দূরে থেকে এই অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করা হবে। চিকিৎসকের সামনে থাকবে একটি থ্রিডি স্ক্রিন। তার সাহায্যে তিনি রোবটকে নির্দেশ দেবেন কীভাবে অস্ত্রোপচার হবে। সেক্ষেত্রে কোনও রোগীর পেটের ভিতরে টিউমার থাকলে চিকিৎসকের নির্দেশ মতো এই রোবট ছোট ছিদ্র করে ক্যামেরা ঢোকাবে। তারফলে সার্জন দেখতে পাবেন কোথায় টিউমার রয়েছে। সেই মতোই তিনি রোবটকে অস্ত্রোপচারের নির্দেশ দেবেন। একজন চিকিৎসকের মস্তিষ্কের নির্দেশ মতোই কাজ করবে সেই রোবট। চিকিৎসকদের কথায়, অনেক প্রবীণ সার্জন রয়েছেন যাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বয়সের ভারে অস্ত্রোপচারের সময় হাত কাঁপে। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোবোটিক সার্জারি করা সম্ভব।